চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

0

সিটিনিউজবিডি ডেস্ক :  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়েছে আবহাওয়া অফিস । উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ার কারণে সমুদ্র বন্দর এলাকার উপর দিয়ে ধমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুধবার(১৪ জুন) চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ মেঘনাথ তংচঙ্গা এসব তথ্য জানান। তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হবার কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্র উপকুলে মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের পাশাপাশি থেকে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার জন্য বলা হয়েছে। চট্টগ্রাম বিভাগের কোনো কোনো এলাকায় ধমকা হাওয়া ও ঝড়ো হাওয়ার সঙ্গে ভারি বর্ষণ হতে পারে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.