চন্দনাইশে বিএনপি’র ৫০ হাজার সদস্য উন্নীত করার আহ্বান

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ,সিটিনিউজ : চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে সুপ্রীম কোর্ট বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রীম কোর্ট।

তিনি বলেন, চন্দনাইশ বিএনপি একটি শক্তিশালী সংগঠন। চন্দনাইশে বিএনপির এ সদস্য সংগ্রহ অভিযান পুরো চট্টগ্রামে সাড়া জাগিয়েছে।

চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করে চন্দনাইশের মাটি ও মানুষের সাথে মিশে আছে।

যারা আজকে বড় রাজনীতিবিদ হয়েছেন তারা শহীদ জিয়ার হাত ও বিএনপির পতাকাতলে থেকেই নেতা হয়েছেন।

দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে।

সাধারণ মানুষের ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকার সংরক্ষণ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, বর্তমান স্বৈরাচারী সরকারকে সাড়াতে হবে।

ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে বর্তমান সংসদকে অবৈধ ঘোষণা করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সে বাক্য আজকে সুপ্রীম কোর্ট বাস্তবায়ন করেছে ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে। এ সংসদের আর কোন বৈধতা নেই।

বর্তমানে দেশনেত্রী খালেদা জিয়া লন্ডনে রয়েছেন। যারা বলেন, তিনি আর ফিরবেন না, তারা বোকার স্বর্গে বসবাস করছে।

ওয়ান ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে মেহেদী লাগিয়ে ছেলে দেখার নামে সেদিন বিদেশে পাড়ি দিয়েছিলেন।

সে সময় খালেদা জিয়া বলেছিলেন, ১৬ কোটি মানুষ একেকজন তারেক জিয়া, আরফাত রহমান, তার ভাই, বন্ধু, ছেলে, রাজনৈতিক কর্মী।

তাঁর ঠিকানা বাংলাদেশে, বিদেশে নয়।

তাই তিনি বাংলাদেশ ছেড়ে বিদেশ যাবেন না। ২০০৮ সালে ওয়ান ইলেভেনে বন্দীর পর “দেশ বাঁচাও-মানুষ বাঁচাও” সে স্লোগানকে সামনে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে চন্দনাইশ থেকে কর্ণফুলী ব্রীজ পর্যন্ত আন্দোলনের মিছিল-সমাবেশ করার আহ্বান জানিয়ে বলেন, চন্দনাইশে ইতিমধ্যে ১০ হাজারের অধিক সদস্য ফরম পূরণ হয়েছে।

সেটাকে ৫০ হাজারে উন্নীত করে নেত্রীর কাছে উপস্থাপন করতে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান।

মঙ্গলাবার(৮ আগস্ট) বিকালে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সদস্য সংগ্রহ, সদস্য পদ নবায়ন উপলক্ষে এক সভা উপজেলার বাংলা বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আবদুল মাবুদ মাহবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এড. মিজানুল হক চৌধুরী।

বিএনপি নেতা মোজাম্মেল হকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মনজুর আলম তালুকদার, শফিকুল ইসলাম রাহী, মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ, মো. বাদশা, নগর বিএনপি নেতা নওয়াব খান, নগর ছাত্রদল নেতা জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা নাছির উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, মহিউদ্দিন, রবিউল হোসেন ছোটন, আজম খান, মোনায়েম খান, পৌর ছাত্রদলের সভাপতি আবদুল মন্নান, সাধারণ সম্পাদক এস এম সেলিম উদ্দিন, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.