চন্দনাইশে ভারী বর্ষণে ফসলি জমির ব্যাপক ক্ষতি

0

চন্দনাইশ সংবাদদাতা,সিটিনিউজ : চন্দনাইশে গত তিন দিনের ভারী বর্ষণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

অতি বর্ষণের ফলে  ফসলি জমি, আমনের বীজতলা ও মৎস্য খামারের ব্যাপক ক্ষতিসাধন হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়,

গত রবিবার ২২ জুলাই থেকে সোমবার আজ ২৪ জুলাই পর্যন্ত টানা দিনের ভারী বৃষ্টিতে চন্দনাইশের হারলা, দক্ষিণ হারলা, চন্দনাইশ সদর, বরকল, বরমা, কানাইমাদারী, চর বরমা এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ভারী বর্ষণের ফলে সবজি ক্ষেত, আমনের বীজতলা, আউশ ও মৎস্য ক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

এছাড়াও উপজেলার শঙ্খ তীরবর্তী দোহাজারী, রায়জোয়ারা, দিয়াকুল, চাগাচর, ধোপাছড়ি, চিড়িংঘাটা, বৈলতলী, বরমা, চর বরমা, পাশ্ববর্তী সাতকানিয়ার চরতী, আমিলাইশ, বাজালিয়া, পুরানগড়, কালিয়াইশ, নলুয়াসহ বিভিন্ন এলাকায় শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকালে চন্দনাইশের সবজি ভান্ডার নামে খ্যাত দোহাজারী রেলওয়ে মাঠে গিয়ে দেখা যায়,

বরবটি, ঢেড়শ, কাকরল, শসা আগের তুলনায় অনেক কম বাজারে এসেছে।

তরি-তরকারি কম আসার সুবাদে কৃষকেরা দামও হাঁকাচ্ছে আগের তুলনায় বেশি।

তবে তুলনামূলকভাবে অন্যান্য দিনের চেয়ে গতকাল সোমবার পাইকারী ক্রেতাও ছিল কম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.