চন্দনাইশে সাঙ্গ হল শুবাচ বইমেলা

0

এস. কফিল : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চন্দনাইশে সম্পন্ন হল শুবাচ বইমেলা ২০১৭। শুদ্ধ বানান চর্চা (শুবাচ)- চন্দনাইশ উপজেলা শাখা আয়োজিত মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার(২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ বইমেলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমাগত ঘটে। এ মেলায় বই প্রদর্শনী ও বিক্রয় ছাড়াও আলোচনা সভা, প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়।

সকালে প্রথম অধিবেশনের প্রধান অতিথি হিসেবে মেলায় কার্যক্রম উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। বইমেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর ছৈয়দ আবু ছাদেক মো. মুছা।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন, গাছবাড়ীয়া সরকারি কলেজের সাবেক আ’লীগ নেতা শেখ টিপু চৌধুরী, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী ও অধ্যক্ষ আবুল মনছুর মো. হাবিব। আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, ভাষা শহীদদের স্বপ্ন ছিল মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠা করার। সে দিন এদেশের ধামাল ছেলেরা রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিয়েছিলেন বলেই বাংলা ভাষা প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলা ভাষার স্থান প্রতিষ্ঠিত হয়েছে। সে ধারাবাহিকতায় ১৯৭১ সালে ৯ মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে।

বিকালে ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মহামান্য রাষ্ট্রপতি দপ্তরের মাননীয় যুগ্মসচিব ও শুবাচ প্রতিষ্ঠাতা-সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক ও ব্যাকরণবিদ ড. মোহাম্মদ আমীন। বিশেষ অতিথি ছিলেনঅধ্যক্ষ প্রফেসর ছৈয়দ আবু ছাদেক মো. মুছা, চট্টগ্রাম টিচার্স কলেজের অধ্যাপক লেখক শামসুদ্দীন শিশির, অধ্যাপক আলহাজ্ব তৈয়বুর রহমান, সুকুমার দেব নাথ, লেখক, গবেষক সোহেল মো. ফখরুদ্দীন, ছড়াকার সৈয়দ শিবলী ছাদেক কফিল, প্রধান শিক্ষক যথাক্রমে প্রমোদ রঞ্জন বড়ুয়া, প্রধান শিক্ষক আবুল কালাম চৌধুরী, প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, এ এইচ এম সৈয়দ হোসেন, নুর মোহাম্মদ, মো: মফিজ উদ্দিন, আবুল কালাম তালুকদার, নুরুল কবির চৌধুরী, অনুপম মহাজন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব এ কে এম শাহজাহান আজাদ।

সমন্বয়কারী নুরুল আলমেরা সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মাওলানা নুরুল ইসলাম, চন্দ্রিমা বড়ুয়া, রতন বিকাশ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, হামিদুর রহমান চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা লেখা ও পাঠে বা উচ্চারণে শুদ্ধ বানান চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, এসএমসি, কর্মকর্তা-কর্মচারী, নেতা-কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে বই মনোযোগী ও বইপ্রেমী হওয়ার আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.