চন্দনাইশ বরকলে স্বাধীনতা স্তম্ভে মুক্তিযোদ্ধাদের স্মরণ

0

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলামের সহযোগিতায় বরকল ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের প্রচেষ্টায় উপজেলার শহীদ মুরিদুল আলম সড়কের শুচিয়া উচ্চ বিদ্যালয় সম্মুখে স্বাধীনতা স্তম্ভ নির্মিত হয় চলতি বছর ১৫ এপ্রিল।

মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ স্বাধীনতা বাঙালি জাতির অহংকার। স্বাধীনতা পরবর্তী সময়ে কিছু দেশদ্রোহী, রাজাকার, আলবদর, আল-সামস যারা এ দেশের স্বাধীনতা চায়নি তারা সবসময় বাংলাদেশ, বাঙালি জাতির অকল্যানমূলক কাজ করার চেষ্টা করেছে। বার বার তারা ব্যর্থ হয়ে আজকের বাংলাদেশ তথা আধুনিক বাংলাদেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। স্বাধীনতার সূতিকাগার এ চন্দনাইশে মুক্তিযুদ্ধের রক্তাক্ত ভূমি স্মৃতির পাতায় চির স্মরণীয়। দীর্ঘ ৪৬ বছর শহীদ মুক্তিযোদ্ধাদের কেউ স্মরণ করেনি। অবহেলিত এবং নাম জানা ছিল না অনেকের।

এ স্বাধীনতা স্তম্ভে চন্দনাইশের ১৫ জন শহীদ মুক্তিযোদ্ধার নামের তালিকা দিয়ে স্বাধীনতা স্তম্ভটি স্থাপন করায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার জাফর আলী হিরু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ স্তম্ভে যাদের নাম স্থান পেয়েছে তাদের মধ্যে রয়েছে শহীদ মুক্তিযোদ্ধা যথাক্রমে বরমার মুরিদুল আলম, আবদুচ ছবুর খান, ফরিদুল আলম, রফিকুল ইসলাম কাজেমী, মাহফুজুল হক চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবুল খায়ের, বরকল কুলালডাঙ্গার মতিলাল শীল, নরেশ চক্রবর্তী, অশ্বিনী বিশ্বাস, পৌরসভার হারলার মাষ্টার মুকুন্দ লাল সিকদার, পূর্ণেন্দু দে, ফটিকচাঁদ দে, নিরোদ বরণ আচার্য্য, বরিশালের সার্জেন্ট মহিউল আলম।

১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবগর আম্র কাননে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ গঠন এবং আনুষ্ঠানিক শপথ গ্রহণ করা হয়। মুজিবনগরকে বাংলাদেশের প্রথম রাজধানী ঘোষনা দেয়া হয়েছিল। সে ঘোষণার ডাক শুনে চন্দনাইশের যুবকেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলেই আজকের বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে।

চন্দনাইশকে ঘিরে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস রচিত হয়েছে। উপজেলার জামিজুরী বধ্যভূমি, দোহাজারী বধ্যভূমি, দক্ষিণ গাছবাড়ীয়া পালপাড়ায় আলো রানীর আত্মহুতি, বশরতনগর মাদরাসায় রাজাকারদের ঘাঁটি সহ অনেক মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চন্দনাইশের এ অঞ্চল। এখানে জন্ম ইসলামী চিন্তাবিদ মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, ঢাকা বাংলা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবুল কাসেম, শিক্ষাবিদ যতীন্দ্র মোহন সেন, যাত্রামোহন, নেলীসেন গুপ্ত, জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম, কবি আহমদ ছফা সহ অনেক খ্যাতিমান পুরুষের জন্ম এ চন্দনাইশে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.