চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

0

বিনোদন ডেস্ক, সিটিনিউজ :: আজ (১৩ আগস্ট) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। গুণি এ চলচ্চিত্র নির্মাতার নির্মাণশৈলি আজও মনে-প্রাণে গেঁথে আছে সকলের মনে।

তারেক মাসুদের সব চিন্তা আর চেতনার মাঝেই ছিল মুক্তিযুদ্ধ, দেশের মাটি আর মানুষের কথা। যা প্রকাশ পায় তার সৃষ্টির মাঝে।

১৯৮২ সালে বাংলাদেশের খ্যাতনামা চিত্রকর এস এম সুলতানের উপর নির্মিত ডকুমেন্টরি ‘আদম সুরাত’ দিয়ে যাত্রা শুরু করেন তিনি।

‘মুক্তির গান’, ‘মুক্তির কথা’, ‘নারীর কথা’, ‘নরসুন্দর’, ‘অর্ন্তযাত্রা’, ‘রানওয়ে’ তার অনন্য সৃষ্টি।

২০০২ সালে তার নির্মিত চলচ্চিত্র ‘মাটির ময়না’ ফ্রান্সের কান ফিল্ম ফেস্টিভ্যাল প্রথম হয়।

এছাড়াও ২০১২ সালে সফল চলচ্চিত্রকর তারেক মাসুদকে একুশে পদক (মরণোত্তর) এ ভুষিত করা হয়।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হন। যা বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতিকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করেছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারেক মাসুদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গার নূরপুরে নানা কর্মসূচি হাতে নিয়েছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও তারেক মাসুদ-মিশুক  মুনীর চলচ্চিত্র সংসদ।

কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ১২টায় তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, বিকাল ৩টায় সমাধি চত্বরে স্মরণসভা, দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৭টায় তারেক মাসুদ নির্মিত মাটির ময়না চলচ্চিত্র প্রদর্শনী।

তারেক মাসুদের ছোট ভাই সাঈদ মাসুদ জানান, দিনব্যাপী এ কর্মসূচিতে তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। স্মরণ সভায় তারেক মাসুদের মা নুরুন্নাহার  মাসুদ বক্তব্য রাখবেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.