চুল এবং ত্বকের যত্নে মসুর ডাল

0

লাইফস্টাইল ডেস্ক :: চুল এবং ত্বকের যত্নে মসুর ডাল বেশ উপকারী । সৌন্দর্য পিপাসুরা এটাকে দৈনন্দিন রুপচর্চার একটা অংশ করে নিয়েছে।

কালো দাগ :

পরিমাণমত মসুর ডাল আধা ঘণ্টা ভিজিয়ে রেখে বেটে নিন। পরে এটি চোখের ওপর দিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

এভাবে নিয়মিত ব্যবহারে কালো দাগ আর থাকবে না। এছাড়া ক্লান্তি, চাপ ও টেনশন ছাপ দূর করতে চাইলে ব্যবহার করতে পারেন মসুর ডাল।

ক্ষতের দাগ :

যেকোনো ক্ষতের দাগ যেমন- ব্রণ, বসন্ত প্রভৃতি দাগ দূর করতে মসুর ডাল ব্যবহার করা হয় । ডাল বাটার সাথে কচি ডাবের পানি মিশিয়ে দাগের ওপর লাগিয়ে রাখুন।

শুকিয়ে আসলে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। এভাবে করলে ধীরে ধীরে দাগ দূর হবে।

ত্বক ফাটা :

বিভিন্ন কারণে বিশেষ করে আবহাওয়া কিংবা চর্মরোগের কারণে ত্বক ফেটে যেতে পারে। সেক্ষেত্রে মসুর ডাল বেটে ফেটে যাওয়া জায়গাটিতে লাগিয়ে রাখুন।

শুকিয়ে আসলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। তাহলে ধীরে ধীরে ফাটা পুরোটাই চলে যাবে।

মেছতা :

ত্বকে মেছতা পরলে দিনে দিনে তা বাড়তেই থাকে। তাই এ সমস্যা সমাধানে মসুর ডাল বাটার সাথে অ্যালোভেরার রস মিশিয়ে মেছতার ওপর লাগান।

শুকিয়ে আসলে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহারে ত্বকের মেছতা চলে যাবে।

মাথার চুলকানি :

মাথার ত্বকে ময়লা কিংবা খুশকি জমার কারণে ত্বক চুলকাতে পারে। সেক্ষেত্রে এই মসুর ডাল উপকারী।

নিয়মিত মসুর ডাল বেটে মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে করতে থাকলে মাথার চুলকানি দূর হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.