ছাত্রলীগ নেতা তবারক হোসেনের কবরে শ্রদ্ধা

0

নিজস্ব প্রতিবেদক::ছাত্রলীগ নেতা তবারক হোসেনের ৩৬তম শাহাদাত বার্ষিকীতে আজ দুপুর ১টায় নগরীর গরিব উল্লাহ শাহ্ মাজারস্থ মরহুমের কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ।

১৯৮১ সালের ২০ সেপ্টেম্বর জামাত-শিবির ক্যাডারদের হাতে চট্টগ্রাম কলেজের লিচুতলায় নির্মমভাবে শহীদ হওয়া চট্টগ্রাম সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের তৎকালীন নির্বাচিত এজিএস।

এসময় তারা দীর্ঘক্ষণ শহীদ ছাত্রলীগ নেতা তবারক হোসেনের কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মরহুমের কবর জিয়ারত করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৮১ সালের ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত জাফর-আদর পরিষদ বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথম আনন্দ মিছিলের আয়োজন করা হলে তাতে তৎকালিন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সহ নগরীর বিভিন্ন কলেজের ছাত্রলীগ, ছাত্র সংসদের নেতৃবৃন্দদের উক্ত কর্মসূচীতে আমন্ত্রিত অতিথি করা হয়। সেদিন চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের আনন্দ মিছিল প্রদক্ষিণের এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে শিবিরের ক্যাডাররা স্বয়ংক্রিয় অস্ত্র-শস্ত্র নিয়ে ছাত্রলীগের মিছিলে হামলা চালালে অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মী গুরুতর আহত হয়। সেদিন আহত তবারুক হোসেনকে কলেজ গেইটের বাইরে পড়ে থাকতে দেখে তাকে তুলে নিয়ে গিয়ে চট্টগ্রাম কলেজের লিচুতলায় জবাই করে হত্যা করেছিল জামাত-শিবির ক্যাডাররা।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল করিম, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য তারেক হোসেন, ইউসুফ কবির, মহিউদ্দিন, কমর উদ্দিন, নাঈম উদ্দিন, খন্দকার নাইমুল আজম, জামাল উদ্দিন, সোহেল রানা, আবুল হাসান, আমিরুল করিম, জাহিদ হাসান সাইমুন, আবদুল্লাহ আল সাইমুন, মো: রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা রাফসান জানে শাওয়ন, হোসাইন মাদানী, সাফায়েত হোসেন, আরিফুল ইসলাম, মো: সজীব, নোবেল, জামসেদুল ইসলাম, তাইফুল ইসলাম, রিন্টু চাকমা, রাকিব, সাঈদ মো: রুম্মান, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা কাজী নাঈম, মাইমুন উদ্দিন মামুন, আনোয়ার হোসেন পলাশ, হারুনুর রশিদ হৃদয়, এহসান সানি, রহমান খান রানা, মাঈনুদ্দিন সোহেল, মনু আলম চৌধুরী, কাজী সিদ্দিক, এইচ.এম. তারেক, সুজন, জাহেদুল ইসলাম জিসান, মাসুদ, রাফি, আদিত্য, অনিক, মারুফ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.