জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড :: সীতাকুণ্ডের ১০ নং ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুর এলাকায় পাহাড় ধসে পড়ে একই পরিবারের ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২১ জুলাই) ভোর রাত পৌনে ৪ টার দিকে জঙ্গল ছলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটেছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল ইসলাম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেছেন।

টানা বৃষ্টির কারণে পাহাড়ে মাটি নরম হয়ে এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, পাহাড় ধসে পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি।

স্থানীয় সুত্রে জানা গেছে,

জঙ্গল ছলিমপুরের পাহাড়ের ঢালুতে বেড়া ও টিনের ছাউনী দিয়ে ঘর বানিয়ে বসবাসকারী জনৈক রফিকুলের বসত ঘরের উপর রাত ৩টা ৪৫ মিনিটের দিকে পাহাড়ের একাংশ ধসে পড়ে।

এতে মোহাম্মদ রফিক উদ্দিনের স্ত্রী বিবি ফাতেমা (৩৫) ও ছেলে ইউনুছ (১০)।

রফিকুলের বোন একই এলাকার জহির উদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (২৫), তার শিশুকন্যা লামিয়া আক্তার (৭) ও সামিয়া আক্তার (২)।

আহতবস্থায় উদ্ধার করা হয়েছে পরিবারে ৪ জনকে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ডেপুটি ডাইরেক্টর আব্দুস সাত্তার মণ্ডল জানান, পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারে মালামাল উদ্ধার কাজ চলছে।

নারী শিশুসহ ৫ জন মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.