জঙ্গিবাদ নিয়ে র‌্যাব ও পুলিশের বক্তব্য মিল নেই: ফখরুল

0
সিটিনিউজ ডেস্ক::জঙ্গিবাদকে ব্যবহার করে সরকার বিএনপিকে ঘায়েল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আপনারা আগুন নিয়ে খেলছেন। বৃহস্পতিবার  দুপুরে সাড়ে ১২টায় ভাসানী মিলনায়তনে নগর বিএনপির এক প্রস্তুতি সভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে তাকিয়ে দেখেন সিরিয়ার দিকে, লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে। আমি অত্যন্ত ভীত এবং উদ্বিগ্ন। কোন দিকে সরকার আমাদের নিয়ে যাচ্ছে। আমি স্পষ্ট ভাবে জানতে চাই, আপনাদের আসল লক্ষটা কী? যদি জঙ্গিবাদ নির্মূল করতে চান, তাহলে অবশ্যই সকল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সত্যিকার অর্থেই প্রকৃত তথ্য উৎঘাটন করেন।’
জঙ্গিবাদ নিয়ে র‌্যাব এবং পুলিশের আইজির কথার কোনো মিল নেই উল্লেখ করে ফখরুল বলেন, ‘জঙ্গি বলে যাদের ধরেন তাদেরই ক্রস ফায়ার করে মেরে ফেলেন। তাদের ধরেন। তদন্ত করেন। ঘটনার প্রকৃত তথ্য বের হয়ে আসুক। কারা মদদ দিচ্ছে, কারা করছে। আমরা চাই একই সাথে পুরো জাতি চায় জঙ্গিবাদ নির্মূল করা হোক। কিন্তু আপনারা সেটা করছেন না আর করবেনও না।’
ভারতের সাথে বাংলাদেশের চুক্তি নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ভারতের সাথে তিস্তার পানির চুক্তি যে হবে না এটা পানিমন্ত্রীর কথায় স্পষ্ট হয়েছে। তবে কোন চুক্তি হবে। যে চুক্তি আমাদের স্বাধীনতা বিরোধী, অর্থনীতি ধ্বংস হবে, নিজেদের দাসত্বে পরিণত করবে এমন চুক্তি। দেশে স্বার্থ বিরোধী কোনো চুক্তি এদেশের মানুষ মেনে নিবে না।’
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.