জোয়ারের পানিতে জীবন

0

গোলাম শরীফ টিটু : মানুষের জীবন ও সম্পদ এখন জোয়ারের পানিতে ভাসছে আগ্রাবাদ-হালিশহরে। দুই বছরেও জলাবদ্ধতার কোন সমাধান করতে পারেননি মেয়র। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধেও জনমনে রয়েছে চাপা ক্ষোভ। তারা ফ্লাইওভার করা ছাড়া গনমানুষের দুর্ভোগ-দুর্দশা লাগবে কোন কাজ করেনি। উপরন্তু সিডিএর প্ল্যান নিয়ে বহুতল ভবনের নির্মানের পাইলিং এর কাদামাটি ফেলা হচ্ছে সরকারী নালায়। এসবের তদারকি নেই। যে কারনে শহরের বিশাল এলাকার মানুষ পানিতে ভাসছে। জলবদ্ধতায় প্রায় ৫ লক্ষ মানুষ ৫দিন ব্যাপী পানিবন্ধী থাকলেও জনপ্রতিনিধিদের দেখা মেলেনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.