দুবাই প্রবাসী আওয়ামীলীগের শিক্ষা উপকরণ বিতরণ ২৭ অগাষ্ট

0

দুবাই ব্যুরো, সিটিনিউজবিডি : জামালখান চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আগামী ২৭ অগাষ্ট রবিবার বিকাল তিনটায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উত্তর আমিরাত কর্তৃক শিক্ষা সহায়তা কর্মসূচী -১ এর আওতায় চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্ন্তভুক্ত আটটি উপজেলার মোট ৩৪ টি মাধ্যমিক স্কুলে স্কুল কর্তৃপক্ষ কর্তৃক প্রতিটি স্কুলের ৫০ জন করে শিক্ষার্থীকে এই প্রবাসী সংগঠন কর্তৃক মুদ্রিত ৬০০ করে মোট ২১ হাজার খাতা, স্কুল পাঠাগারের জন্য বঙ্গবন্ধুর কারাবাসের উপর প্রকাশিত সাড়াজাগানো ঐতিহাসিক গ্রন্থ ” কারাগারের রোজনামচা” ও খাতা যথাযথভাবে স্কুলসমূহে পৌঁছিয়ে দেবার জন্য আনুষাঙ্গিক খরচাদি আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেমউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উত্তর আমিরাত এর অন্যতম পৃষ্ঠপোষক আহম্মেদ আলী জাহাঙ্গীর।

সংগঠনের সকল সদস্যবৃন্দের সুপারিশে সাতকানিয়া মডেল হাইস্কুল, সাতকানিয়া গার্লস হাই স্কুল, লোহাগাড়া উপজেলার এয়াকুব বজলুর রহমান উচ্চ বিদ্যালয়, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়, পদুয়া এসি হাই স্কুল, উজিরভিটা হাই স্কুল, গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়, চন্দনাইশ উপজেলার বরকল এস জেড হাই স্কুল, জোয়ারা হাই স্কুল,ফাতেমা জিন্না হাই স্কুল, কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয়, পশ্চিম এলাহাবাদ মাদ্রাসা, কাঞ্চনাবাদ হাই স্কুল, আনোয়ারা উপজেলার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভক্তিয়াপাড়া চারপীড় আউলিয়া উচ্চ বিদ্যালয়, পটিয়া উপজেলার বারৈকাড়া উচ্চ বিদ্যালয়, জিরি খলিল মীর উচ্চ বিদ্যালয়, মোজ্জাফরাবাদ উচ্চ বিদ্যালয়,হাইদগাঁও উচ্চ বিদ্যালয়, দক্ষিণভূর্ষি হাই স্কুল, কর্ণফুলি উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়,কালারপোল হাজী ওমরা মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়, বোয়ালখালী উপজেলার জৈষ্ঠপুরা রমনীমোহন উচ্চ বিদ্যালয়, পূর্ব কদুরখীল উচ্চ বিদ্যালয়, গাউছিয়া হক ভান্ডারী ইসলামী ইন্সটিটিউট, পশ্চিম গোমডন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, চরনদ্বীপ উচ্চ বিদ্যালয়, হাওলা কুতুবিয়া মাদ্রাসা, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়, কদুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়, বাঁশখালী উপজেলার বাহারছরা রত্নপুর উচ্চ বিদ্যালয়, রায়চটা প্রেমাসিয়া উচ্চ বিদ্যালয়, নাপোড়া শেখের খিল উচ্চ বিদ্যালয়, নাটপুরা পুকুরিয়া উচ্চ বিদ্যালয় এই ৩৪টি স্কুলকে বাছাই করে সকল স্কুলের প্রধান শিক্ষককে আয়োজনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রধান শিক্ষক মনোনীত যে কেউ অথরাইজ লেটার সহ আয়োজনে এলে তাকে এই সামগ্রী বুঝিয়ে দেওয়া হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.