দুবাই বঙ্গবন্ধু পরিষদের ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটির সভা

0

দুবাই ব্যুরো,সিটিনিউজ : বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটি এর ঈদ পুর্নমিলন ও নতুন কার্যকরী কমিটির পরিচিতি সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ বলেছেন স্বাধীনতা বিরোধী মতাদর্শের ধ্বজাধারী সামরিক ছত্রছায়ায় গড়ে ওঠা বিএনপি এখনো আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের ক্রীড়ানক হিসেবে বাংলাদেশে কাজ করছে।ওরা শান্তি উন্নয়ন ও দেশের মর্যাদা হানিকর কাজ অব্যাহত রেখেছে। মিথ্যা চিকিৎসার নামে বিদেশে অবস্থান করে বিএনপির ভাইয়া খ্যাত তারেক জিয়া তার বিভিন্ন বক্তব্যে ইতিহাস বিকৃতি সহ জনতাকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণের আর্শীর্বাদপুষ্ট সংগঠন আওয়ামী লীগই এধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে।

সংগঠনের সকল পর্যায়ে সঠিক নেতৃত্ব এলক্ষ্যে সর্ব প্রথম প্রয়োজন। গত ২০ জুলাই দুবাই পার্ল ক্রীক হোটেল বল রুমে আয়োজিত এসভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নুরুন নবী রোশন। নতুন সাধারণ সম্পাদক এস এ মুনিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী। প্রধান বক্তা ছিলেন আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিমউদ্দিন চৌধুরী। আরো বক্তব্য রাখেন বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি আরশাদ হোসেন হীরু, উপদেষ্টা নুরুল আবছার, ফটিকছরি সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন বি কম,সহ সভাপতি আবুল কালাম প্রমুখ।

আয়োজনের প্রধান বক্তা সেলিম উদ্দিন চৌধুরী পরে ১০১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জসিমউদ্দিন পলাশ,রনজিত বড়ুয়া,কায়সার হামিদ,শৈবালবড়ুয়া,সরোয়ারজ্জামান জাবেদ,শেখ তৌহিদুজ্জামান। বাদ্যযন্ত্রে সহযোগীতা করেন তবলায় সনজিত মহাজন, কীবোর্ডে তালাহা, গীটারে নূর, প্যাডে সানি ও জিপসীতে ইলিয়াছ। পরে উপস্থিত সুধী সমাজের সম্মানে নৈশভোজের মাধ্যমে আয়োজনের সফল সমাপ্তি হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.