দেশীয় বাজারে সোনার নতুন দর

0

নিউজ ডেস্ক :: গতকাল (২৮ জুলাই) থেকে দেশীয় বাজারে সোনার নতুন দর কার্যকর।

সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় সমন্বয় করতে দেশের বাজারে দাম বাড়ানো হচ্ছে।

জুয়েলার্স সমিতি জানায়, সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকছে।

প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকায়।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১২৩ টাকা,

২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৩৯ হাজার ৬৫৮ টাকায়।

আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৫ হাজার ৬৬১ টাকা।

দেশের সোনার দোকানে বৃহস্পতিবার প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা,

১৮ ক্যারেট ৩৮ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৪ হাজার ৮৪৪ টাকায় বিক্রি হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.