‘দেশ এগিয়ে নিতে নিয়মিত আয়কর দিন’

0

আনোয়ারা প্রতিনিধি:: আনোয়ারায় আয়কর ক্যাম্প সম্পন্ন হয়েছে। গত শনিবার সকালে উপজেলার কালাবিবির দিঘীর মোড়ে একটি কমিউনিটি সেন্টারে এটি অনুুষ্ঠিত হয়।
সকালে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি। এতে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. সিরাজুলইসলাম,আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুলহক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ,আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মন্নান চৌধুরী,আনোয়ারা সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশিদ।

এতে আরোউপস্থিত ছিলেন বৈরাগইউপি চেয়ারম্যান মো.সোলাইমান,বারশত ইউপি চেয়ারম্যান, এম এ কাইয়ুমশাহ, রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম,বরুমচড়া ইউপি চেয়ারম্যান,শাহাদত হোসেন চৌধুরী, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অশীম কুমার দেব,চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরুও হাইলধর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাবেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে সবাইকে সম্পৃক্ত হতেহবে। তাই ব্যবসায়ীসহ সকলকে নিয়মিত আয়কর দিতেহবে। আর যারা কর দিচ্ছেন বা কর দিতে এগিয়ে এসেছেন তাদেরকেজাতীয়রাজস্ব বোর্ডেরপক্ষ থেকে উৎসাহিতকরারপরামর্শ দেন।
জাতীয়রাজস্ব বোর্ডেরসদস্য মো.সিরাজুলইসলামবলেন, পদ্মা সেতুআমাদের অর্থে হচ্ছে, এটাআমাদেরজন্য গৌরবে।
অনুষ্ঠানে জানানো হয়, আয়কর ক্যাম্পে টিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন গ্রহণসহ সব ধরনের সেবা দেওয়া হয়।আনোয়ারা উপজেলায় আয়োজিত ক্যাম্পে ১৩ লাখটাকা কর সংগ্রহ এবং ৮১টি রিটার্ন জমা পড়েছে। শতাধিক মানুষ কর সেবা নিয়েছেন, ৫২ জন নতুন করদাতাটি আইএন গ্রহণ করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.