ধোপাছড়ি বন বিহার রক্ষায় ইউএনও বরাবরে স্মারকলিপি

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ::উপজেলার ধোপাছড়ি বন বিহারের পার্শ্বে দুর্বৃত্তরা অবৈধভাবে পাহাড় কাটা বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিহার পরিচালনা কমিটি।

শুক্রবার (২২ জুন) দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস. লোকজিৎ থের, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম, ভদন্ত দয়ানন্দ মহাথের, ভদন্ত প্রজ্ঞানন্দ থের, ভদন্ত বিনয় রক্ষিত থের।

এ সময় ইউএনও লুৎফুর রহমান টেলিফোনে ধোপাছড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জকে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেন। স্মারকলিপিতে দীর্ঘকাল ধরে অবস্থিত বৌদ্ধদের অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান ধোপাছড়ি বন বিহার। যা পাহাড়ের টিলায় ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। শত শতাব্দী ধরে মুসলিম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান সম্প্রীতি বজায় রেখে একত্রে সহাবস্থান করে আসছে এ জনপদের মানুষ।

কিন্তু বর্তমানে কিছু কুচক্রীমহল অবৈধভাবে পাহাড় কাটার ফলে এ প্রতিষ্ঠানটি হুমকির সম্মুখীন হয়ে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। পাহাড় কাটার ফলে যেকোন সময় পাহাড়ের ভূমি ধ্বসে জানমালের ব্যাপক ক্ষতিসাধনের পাশাপাশি প্রতিষ্ঠানটি ভেঙ্গে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সম্প্রতি ধোপাছড়িতে পাহাড় ধ্বসে ৪ জনের মৃত্যু ঘটেছে।

উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর সাথেও নেতৃবৃন্দ এ বিষয়ে মতবিনিময় করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান বলেছেন, বিষয়টি তিনি অবহিত হয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে কারা পাহাড় কাটছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.