নখের রং জানাবে রোগের লক্ষণ

0

লাইফস্টাইল,সিটিনিউজ :: নিজের হাতের নখ দেখলেই আপনি বুঝতে পারবেন, খুব তাড়াতাড়ি আপনি কোন অসুখে আক্রান্ত হতে চলেছেন কিনা। শুধু নিজের নয়, পরিবারের অন্যান্যদের নখও নিয়মিত পরীক্ষা করে দেখা দরকার।

তাহলে আগেই রোগ সম্পর্কে সচেতন হওয়া যায়। সময়মতো চিকিৎসকের কাছে যাওয়া যায়। চলুন জেনে নিই নখের কোন কোন লক্ষণে কোন কোন রোগ লুকিয়ে রয়েছে।

♦ অনেকেরই নখের মাঝে সাদা দাগ দেখা যায়। একটু দেখলেই নজরে পড়ে। এর অর্থ, আপনার শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিচ্ছে। এটি কিডনি রোগের লক্ষণ।

♦ কারও নখ সাদা ধবধবে হয়, আবার কারও নখ লালচে হয়। লালচে নখ মানে, আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি রয়েছে। আর সাদা নখ মানে, রক্তে হিমোগ্লোবিনের পরিমান কম। অর্থাৎ আপনি অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় ভুগছেন।

তা ছাড়া নখের রং কতটা গোলাপি হবে তা-ও নির্ভর করে দেহের রক্তের পরিমাণের ওপরে। নখের রং ফ্যাকাশে হয়ে গেলেও বুঝতে হবে দেহে রক্তস্বল্পতা রয়েছে। এ রকম অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব, চিকিৎসকের পরামর্শ নিন, আর সঠিক চিকিৎসা করান।

♦ আমাদের নখ কখনো কখনো দেখা যায় হলুদ হয়ে যাচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই আমরা মনে করি যে, সেটা খাবারের রঙের কারণে হচ্ছে। কিন্তু আসলে তা নয়। আপনার জন্ডিস হওয়ার প্রথম লক্ষণ এটাই। অবহেলা একদম করবেন না।

♦ নেলপলিশ ব্যবহারের কারণে আমরা বেশির ভাগ ক্ষেত্রেই নখের দিকে বিশেষ নজর দিই না। যদি কখনো দেখেন আপনার নখ কালো হয়ে যাচ্ছে। তার মানে এটি স্কিন ক্যানসারের লক্ষণ।

♦ নখে ছোট ছোট গর্ত হলে সহজে চোখে পড়ে না। নেলপালিশ ব্যবহার করা হলে একেবারেই বোঝা যায় না। নখে এই লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

♦ নখে নীল রঙের ছোপ মানে শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যাচ্ছে না। নীলচে ছোপ অত্যন্ত মারাত্মক লক্ষণ। এ থেকে ফুসফুসের ইনফেকশনসহ হৃৎপিণ্ডের নানা সমস্যা হতে পারে।

♦ নখের রং হলুদ, শক্ত ও মোটা হয়ে যায় বিশেষ ধরনের ছত্রাকের আক্রমণে। নখ থেকে এই ছত্রাক শরীরেও ছড়ায়।

সূত্র: এবেলা ও জি নিউজ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.