নগরীতে দুই নারী জালনোট ব্যবসায়ী আটক

0

নিজস্ব প্রতিবেদক, সিটিনিউজ ডেস্ক::চট্টগ্রাম নগরী থেকে তল্লাশি চালিয়ে ৬৬ হাজার টাকার জাল নোটসহ ফাতেমা বেগম (৩৫) ও আছমা নদী (৩০) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে নগরীর আকবর শাহ ও ডবলমুরিং থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ফাতেমা বেগম লক্ষীপুর জেলার রামগতি এলাকার বাসিন্দা। আছমা নদী একই জেলার রামগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ।

আকবর শাহ থানা এসআই মো. জসিম উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নগরীর সিটি গেইট এলাকায় চেকপোস্টে নোয়াখালী থেকে আসা একটি বাসে তল্লাশী চালানোর সময় আছমা নদী নামের ওই নারী কৌশলে বাস থেকে নেমে পড়ে। এ সময় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে, তার কাছে ৪০ হাজার টাকার জাল নোট আছে বলে স্বীকার করে।

পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর ডবলমুরিং এলাকা থেকে ফাতেমা বেগমকে আরো ১৬ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আটকরা জাল নোট ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.