নবীপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)- আল্লামা বারী

0

সিটিনিউজ ডেস্ক :   চট্টগ্রাম বাহির সিগন্যাল দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ শামসুদ্দোহা বারী (মজিআ) বলেছেন, প্রিয় নবীর (দ) সাহচর্য ও ভালোবাসায় নিজের জীবন উৎসর্গ করেছেন আমিরুল মুমেনিন হযরত সিদ্দিক আকবর (রাঃ)। প্রিয় নবীর (দ) মেরাজের ঘটনার স্বীকৃতি ও সত্যায়ন করে তিনি সিদ্দিক তথা সত্যবাদী উপাধি পেয়েছেন।

নবীপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হযরত আবু বকর সিদ্দিক (রা)। রোববার(১৯মার্চ) নগরীর পাহাড়তলী রেল গেইটস্থ আল আমিন বারীয়া দায়রা শরীফ প্রাঙ্গনে, পরিচালনা কমিটির উদ্যোগে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রঃ)‘র ওফাত বার্ষিকী স্মরণে আয়োজিত বিশাল মাহফিলে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে আল্লামা সৈয়দ শামসুদ্দোহা বারী উপরোক্ত বক্তব্য রাখেন।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন হুজুরের বড় শাহজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ আবদুল জলিল, মুহাম্মদ ইছহাক, মঞ্জুরুল আলম, সাইফুল ইসলাম, মুহাম্মদ সাব্বির প্রমুখ। মাহফিলে আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার চাঁন্দগাওস্থ বাহির সিগন্যাল দরবারে বারীয়া শরীফে হযরত সিদ্দিক আকবর (রাঃ)‘র অনুষ্ঠিতব্য বার্ষিক ফাতেহা শরীফে সকলকে যোগদানের জন্য আহ্বান জানানো হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.