নারীরা শিক্ষিত হলে, পুরো জাতিই শিক্ষিত- নজরুল ইসলাম

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিক্ষা প্রসার করা সম্ভব। বিষয়টি অনুধাবন করে বর্তমান সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ কাজ করে যাচ্ছেন। একইভাবে ছাত্রীদের উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ নারীরা শিক্ষিত হলে, পুরো জাতিই শিক্ষিত হবে। এ সময় তিনি নেপোলিয়নের ভাষায় বলেছেন “আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব”।

তাই নারী শিক্ষার উপর সর্বক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন যাচ্ছেন বর্তমান সরকার। শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী সভা বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল ওয়াহেদ মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, কানাডা প্রবাসী ডা. ফরিদ শরীফ এফসিএ, এস.এ গ্রুপে চেয়ারম্যান এম. সাহাব উদ্দিন আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক সাংবাদিক আবু সুফিয়ান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নাজিম উদ্দিন, সাবেক অধ্যক্ষ প্রফেসর ছৈয়দ আবু সাদেক মো. মুছা, নাজমুন মাহফুজ, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক একরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসুল ইসলাম খান, আবদুস শহিদ মছউদ, কমরুদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা একেএম নাজিম উদ্দিন, পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আ’লীগের সদস্য মাহাবুবুর রহমান শিবলী, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের মহিলা সদস্য রেহেনা ফেরদৌস চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দা রিফাত আকতার নিশু, শিক্ষিকা নিশা সুলতানা চৌধুরী, আ’লীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী, মুজিবুল ইসলাম চৌধুরী, সম্পাদক গাজী সালাহ উদ্দিন, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, এস.এম হাসান উদ্দিন, আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক এস.এম সৈয়দ হোসেন, আলমগীর চৌধুরী, খোরশেদ আলম টিটু, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান।

সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপিকা ও আবৃত্তিকার দিলরুবা খানম। সভা শেষে অতিথিবৃন্দ শিরিন-মাসুদ ও খুরশীদ সুলতানা স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করেন।

পরে তিনি দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার বার্ষিক সভা, সাতবাড়ীয়া বহরম পাড়া সুন্নী তাফসীরুল কোরআন মাহফিল, বৈলতলী ডেবারকুল ঐক্য সংঘের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.