পঁচিশে বৈশাখ

0

আরিফ চৌধুরী-

আগুনমুখো তীব্র তাপদাহ দুপুর গড়ায় উঠোনে
টিনের চালে ঝরা পাতার মর্মর শব্দ
বৈশাখের শীতল স্পর্শ জানান দেয়,
বৈশাখের দখিন দুয়ার খুলে আবাহনে বাতাসের দোলা
আমের মুকুলে ভ্রমরের খুনসুটি,
রহস্যময় প্রকৃতির ধূসর পংক্তিমালায়
চন্দ্রমল্লিকা, মাধূরী, ডালিয়া ফুলের গন্ধময়
আহবানে নি:সঙ্গ প্রহর কাটে বৃষ্টির আকুলতায়।
পঁচিশে বৈশাখ দীর্ঘ পরিক্রমে,
এসে দাঁড়ায় বিষন্ন উঠোনে
বৃক্ষের ছায়ায় ধূলো মাখা রক্ত লাল কৃষ্ণচুঁড়ার
ছায়া ঢাকা পথে পঁচিশে বৈশাখ
পাখা মেলে আপন স্বত্বায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.