পটিয়ার শ্রীমতি খালের করাল গ্রাসে হাজার পরিবার ঝুঁকিতে

0

সুজিত দত্ত, পটিয়া,সিটিনিউজ : চট্টগ্রামের পটিয়ার শ্রীমতি খালের করাল গ্রাসে হাইদগাঁও ইউনিয়নের কয়েক হাজার পরিবার ঝুঁকির মুখে পড়েছে।

এতে পরিবার গুলো বর্তমানে নির্ঘুম রাত কাটাচ্ছে। তারা অবিলম্ব্যে এ খালের উভয় পাড়ে বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও পটিয়ার সাংসদের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের উপর দিয়ে বয়ে আসা শ্রীমতি খালটি ভরাট হয়ে যাওয়ায় গত এক মাসে ৫ বার পাহাড়ী ঢলের পানিতে এর উভয় পার্শ্বে অবস্থিত প্রায় কয়েক হাজার ঘর বাড়ীতে পানি ঢুকে পড়ে।

বর্তমানে ঘরবাড়ী খালের নিকটবর্তী গুলো শ্রীমতির করাল গ্রাসে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।

বর্তমানে ঝুঁকির মুখে থাকা হোসনে আরা বেগম বলেন, আমার সদ্য নির্মিত পাকা ঘরটি এখন খালের মধ্যে ধসে পড়ার উপক্রম হয়েছে। ৫ বারের ঢলে এ অবস্থা।

যদি দ্রুত এখানে বেড়িবাঁধ না হয় শুধু আমি নই, অনেকের ঘরবাড়ী শ্রীমতি গিলে খাবে।

তিনি বলেন বর্তমানে ঢলে আহমদুল হক, আফজল আহমদ, মফজল আহমদ, মুন্সেফ আলী, মো: ইসামাইল, ইউছুপ নবী, আমির হোসেন, আবদুল মাবুদ, আবদুস শুক্কুর, আবু জাফর, বোচন আলী, কামাল হোসেন, দলিলুর রহমান, আবদুস ছালাম, আবদুল আলিম, মো: ইদ্রিস, মো: বুদরুছ, মো: আলম, মো: মহিম, শুক্কুর মেম্বার, আবু আহমদ, আবদুল খালেক, আবু জাফর, আবু ছালেক, জামাল চেয়ারম্যান, মোরশেদুল আলম, নুরু মিয়া, সাহাবুদ্দিন, সোলায়মান, মনির আহমদ, আমিনুল হক মন্টু, নজিবুল হক, মাহবুবুল আলমের ঘর ও ভিটা বিধ্বস্ত হয়।

অপর ঝুঁকিতে থাকা নবী হোসেন বলেন, শ্রীমতির মূর্তিমান আতংকে রয়েছি আমরা। যেকোন মুহুর্তে পাহাড়ী ঢল আমাদের ঘরবাড়ী বিধ্বস্ত করতে পারে। আমরা এ খালের উভয় পাশের বেড়িবাঁধ খাল খননের দাবি জানাচ্ছি।

স্থানীয় ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান, গত এক মাসে ৫ বার পাহাড়ী ঢল আসায় এলাকার প্রায় ৫ হাজার ঘরবাড়ীতে পানি ঢুকে পড়ে। এমনিক ১৫/২০টি ঘর খালের নিকটে থাকায় তা ভেঙ্গে খালে বিলীন হয়েছে।

স্থানীয় অধিবাসী সমাজসেবী মাহাবুবুল আলম বলেন, শ্রীমতি খালটি একসময় খরাস্রোতে খাল ছিল। এতে নৌকা চলতো।

কিন্তু এখন এটি পাহাড় থেকে নেমে আসা পানিতে ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই হাইদগাঁওয়ের ৫ গ্রামে পানি ঢুকে পড়ে। নিকটবর্তী অনেক বাড়ীঘর খালে বিলীন হয়।

আমরা খালের উভয় পাশের বেড়িবাঁধ বা ব্লক বসানোর মাধ্যমে এলাকাবাসীকে রক্ষার দাবি জানাচ্ছি।

হাইদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি করিম মোস্তফা বলেন, বর্তমানে শ্রীমতির করালগ্রাসে আমরা অসহায়। পাহাড়ী ঢলে এখানে বাড়ীঘর বিধ্বস্ত হয়ে খালে বিলীন হচ্ছে।

আমরা এ ব্যাপারে পানি সম্পদ মন্ত্রী ও পটিয়ার সাংসদ আলহাজ সামশুল হক চৌধুরীর সুদৃষ্টি কামনা করছি।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.