পটিয়ায় পানি চলাচল নিয়ে বিরোধ

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ ছনহরায় পুকুরের পানি চলাচল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। এর মধ্যে গতকাল শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় নগরীর সিআরসিআরে আবদুল হক (২৮) নামে এক ব্যক্তি মারা যান। সে দক্ষিণ ছনহরার আমিনুলের পুত্র।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ দক্ষিণ ছনহরার হায়দারের বাড়ীতে পুকুরের পানি চলাচল নিয়ে আবদুল গফুর গংয়ের সাথে আবদুল হক গংয়ের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষে সংঘর্ষে লিপ্ত হলে আবদুল হক (২৮), আবু তাহের (২২), সাজিয়া বেগম (৬০), আমিনুল হক (৬৫), রাশেদ (২৩), নুরুল হক (৭০), আবু বক্কর (৩৮), ও মিনায়ারা সহ ১০ আহত হয়। তার মধ্যে আবদুল হকের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে চমেকে রেফার্ড করা হয়।

সেখানেও তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে সিআরসিআর ক্লিনিকের আইসিইউতে ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে নগরীর সিআরসিআরে মারা যান। ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুল রশিদ দৌলতী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে উভয় পক্ষ বিরোধে জড়ালে এ ঘটনার সূত্রপাত হয়। পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ বলেন, এব্যাপারে এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.