পটিয়ায় প্রবল বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

0

সুজিত দত্ত, পটিয়া,সিটিনিউজ : পটিয়ায় গত ৩ দিনের প্রবল বর্ষণ ও কর্ণফুলীর জোয়ারের পানিতে পটিয়ার আশিয়া, কোলাগাঁও, ভাটিখাইন ও পৌরসভার থানা হাট, সুচক্রদন্ডী, গোবিন্দারখীল, বাহুলী ও শেয়ানপাড়া এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

গতকাল আশিয়ায় এত বেশী পানি চারদিকে ছড়িয়ে ছিল যে, মৃত লাশ পর্যন্ত দাফন করতে হিমশিম খেয়েছে আশিয়াবাসী

আশিয়া ইউপি চেয়ারম্যান এম.এ হাশেম বলেন,পুরো আশিয়া এখন পানিতে ভাসছে

তিনি জানান, দক্ষিণ আশিয়া মির্জা পাড়া, মল্ল পাড়া, বাথুয়া ও পূর্ব বাথুয়া, আশিয়া কেরালা পাড়া, মধ্যম আশিয়া, পূর্ব আশিয়া, পশ্চিম বাথুয়া, আশিয়ায় কাজি পাড়া সহ পুরো ইউনিয়ন এখন পানির নিচে।

ফলে কয়েকহাজার ঘর বাড়ীতে বসবাসরত অর্ধ লক্ষাধিক মানুষকে পানিবন্ধি অবস্থায়ে থাকতে হচ্ছে।

কোলাগাঁও আ’লীগ সভাপতি মো: হারুন বলেন, আমার ইউনিয়ন ৩ দিন ধরে পানির নিচে রয়েছে অনেক স্কুল ও মাদ্রাসার ক্লাস করতে পারেনি শিক্ষার্থীরা।

বিশিষ্ট ব্যবসায়ী ও বামাকার সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার বলেন,

আমার ইউনিয়নে অধিকাংশ মানুষ এখন পানিবন্ধি অবস্থায় রয়েছে

ভাটিখাইন ইউপি চেয়ারম্যান মো: বখতিয়ার বলেন,

শ্রীমতি খালের বেড়িবাঁধের ভাঙ্গনকে কেন্দ্র করে পুরো ইউনিয়নবাসী এখন উদ্বিগ্ন।

অনেক বাড়ী ঘরে পানি ঢুকে পড়ায় কয়েক হাজার মানুষকে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে।

তিনি বেড়িবাঁধ সংস্কারের দাবি জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.