পরিবহন সংকট

0

গোলাম শরীফ টিটু : পরিবহন সংকট ও নজিরবিহীন ভাড়া সন্ত্রাসে ভোগান্তিতে পড়েছে কক্সবাজারে বেড়াতে যাওয়া পর্যটক ও বাঁশখালী কুম্ভমেলাগামী পুন্যার্থী এবং পটিয়া মাদ্রাসার বার্ষিক সভায় যোগদানকারী লোকজন। বাস সংকট, দ্বিগুন ভাড়া আদায় ও যাত্রীদের প্রতি দুর্ব্যবহার করেই চলেছে দক্ষিণ চট্টগ্রামের যানবাহনগুলো। সবচেয়ে বেশি নিয়ন্ত্রনহীন বাঁশখালীর কোস্টারগুলো। প্রতি বৃহস্পতিবার ও যে কোন বন্ধের আগে নতুন ব্রীজ এলাকায় এসব গাড়ি ইচ্ছামত ভাড়া দাবী করে। স্পেশাল সার্ভিস নাম দিয়ে দ্বিগুন ভাড়া নিলেও পথে পথে যাত্রী উঠানামাও করে। কুম্ভমেলায় আসা পুন্যার্থীদের কাছ থেকে তিনগুনের বেশি ভাড়া নিয়েছে এসব গাড়ি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.