পর্যটকদের সুবিধার্থে বাঁকখালী খনন করা হচ্ছে : নৌমন্ত্রী 

0

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার : নৌ-পরিবহন মন্ত্রী শাহাজাহান খান বলেছেন, সেন্টমার্টিনগামী পর্যটকদের ভ্রমণ সুবিধার জন্য কক্সবাজারে বাঁকখালী নদী খনন করা হচ্ছে। একই সাথে কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপজেলার মানুষ সুবিধার আওতায় আসবে। বাঁকখালী নদীর গভীরতা বাড়লে জেলার শহরের সাথে এই তিন উপজেলা মানুষের নিয়মিত যোগাযোগ আরো প্রসারিত হবে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বাঁকখালী নদীর খনন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রী আরো বলেন, ‘টেকনাফ হয়ে সেন্টমার্টিন দ্বীপে আসা যাওয়া করে আসছিল পর্যটকরা। সেন্টমার্টিন ভ্রমণে সহজতর যোগাযোগের নূতন সংযোজন হিসেবে কক্সবাজার থেকেই এবার সরাসরি সেন্টমার্টিন যাবে পর্যটকরা। এতে করে অর্থ ও সময়ের অর্ধেক সাশ্রয় হবে। সেই সাথে বাড়বে নৌ-ভ্রমণের আনন্দ।’

বাঁকখালী নদী খনন প্রকল্প উদ্বোধনের আগে শহরের কস্তুরাঘাস্থ বিআইডাব্লিওটিএ এর নব নির্মিত বাংলো ভবন উদ্বোধন করা হয়। দুপুর ২ টার দিকে শহরের কলাতলী লাইটহাউজস্থ নৌ-বাহিনীর লাইট হাউজ আধুনিকায়ন কাজেরও উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন কালে মন্ত্রীর সাথে ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল ফোরকান আহমদ, নৌ-পরিবহন অধিদপ্তরের মহা-পরিচালক কমরেড আরিফ, বিআইডাব্লিউটিএ এর চেয়ারম্যান কমরেড মোজাম্মেল হক, কেন্দ্রীয় কৃষকলীগ যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সোহাগ তালুকদার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল, জেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি রহিম উদ্দীন, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শফি উল্লাহ আনসারীসহ নৌ-বাহিনীর পদস্থ কর্মকর্তারা। পরে বিকাল ৪টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠে জেলা শ্রমিক, কর্মচারী ও পেশাজীবী লীগ আয়োজিত সমাবেশে যোগ দেন মন্ত্রী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.