পাকিস্তান-ভারত সীমান্তরক্ষীদের মধ্যে গুলি বিনিময়

0

ঢাকা অফিস  : পাকিস্তান-ভারত সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক শিশুসহ দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন । মঙ্গলবার শিয়ালকোট জেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ রেখা বা এলওসি হিসেবে পরিচিত কাশ্মির সীমান্তে বিনা উস্কানিতে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনার কয়েকদিনের মধ্যে নতুন এ গুলিবর্ষণের ঘটনা ঘটল।

পাক সেনাবাহিনীর আন্তঃজনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, ওয়ার্কিং বাউন্ডারি হিসেবে পরিচিত সীমান্তের শুখাইল গ্রামে ভারতীয় সেনাবাহিনী  বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। এতে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স এর যথাযথ জবাব দিয়েছে।

তবে ভারতীয় একটি বার্তা সংস্থা বিএসএফের বরাত দিয়ে বলেছে, পাকিস্তানের সেনাদের গুলিতে এক ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এর আগে গত মাসে পৃথক দুই ঘটনায় দু’দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় পাকিস্তানের চার বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.