পাঠ্যবইয়ে যৌতুকের প্রশংসা!

0

আন্তর্জাতিক ডেস্ক:: আধুনিক যুগে যৌতুক প্রথার বিরুদ্ধে সোচ্চার সর্বমহলে। এমনকি স্কুল-কলেজেও ছেলেমেয়েদের যৌতুকের কুফল সম্পর্কে সচেতন করতে পাঠ্যবইগুলোতে সংযুক্ত করা হয় বিষয়টি।

বিশ্বের বিভিন্ন দেশের নানা প্রান্ত থেকে যৌতুকের দাবিতে অত্যাচারের ঘটনা এখনও শোনা যায়। আর সেই যৌতুক প্রথার স্বপক্ষেই সাফাই গাইল কলেজের বইতে।

ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে। রাজ্যের সেন্ট জোসেফ কলেজের সমাজবিদ্যার বইতে রীতিমতো প্রশংসা করা হয়েছে এই নিষিদ্ধ প্রথার।

বইতে দাবি করা হয়েছে, যৌতুকের মাধ্যমেই একমাত্র ‘কুৎসিত’ মেয়েদের বিয়ে হওয়া সম্ভব।

বইটিতে বলা হয়েছে, যে মেয়েরা দেখতে ভালো নন, তাদের বিয়ে হওয়া কষ্টকর। একমাত্র যৌতুকের বদলেই এই মেয়েদের বিয়ে সম্ভব।

এখানেই শেষ নয়। বইতে আরও লেখা হয়েছে, সুদর্শন, সচ্চরিত্র অথচ বিয়েতে অনিচ্ছুক যুবকরা যৌতুক পেলে তবেই নাকি বিয়ে করতে আগ্রহী হন। এর ফলে স্বনিযুক্তি বাড়ে। পরিবারে নববধূর গুরুত্বও বাড়ে।

এর ফলে গরিব ঘরের মেধাবী ছেলেরা উচ্চ শিক্ষায় যেতে পারেন। তারা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পরই শুরু হয় সমালোচনা। কলেজের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক কিরণ জীবন ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, কেন পড়ার বইতে এ সব লেখা হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ এ ধরনের মতবাদ সমর্থন করে না বলেও তিনি জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.