পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই

0

সিটিনিউজ ডেস্ক::পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করেছে বাংলাদেশ। নিউইয়র্কে বুধবার সকালে বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। নিউইয়র্কে জাতিসংঘের ৭২তম অধিবেশনের সাইডলাইনে এই চুক্তি সই হয়। কয়েক মাস আলোচনার পর চলতি বছরের জুলাইয়ে জাতিসংঘের প্রায় দুই-তৃতীয়াংশ দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে রাজি হয়। তবে এ চুক্তি বয়কট করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সসহ অন্যান্য দেশ।

পারমাণবিক যুদ্ধ এড়াতে ৭ দশকের প্রচেষ্টার পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে বৈশ্বিক ওই চুক্তিতে একমত হয় জাতিসংঘের ১৯২টি সদস্যদেশের দুই-তৃতীয়াংশ দেশ।

চুক্তিটির পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয়। এতে চুক্তির পক্ষে পড়ে ১২২ ভোট। একটি ভোট পড়ে বিপক্ষে। আর সিঙ্গাপুর ভোটদানে বিরত ছিল। ভোটে অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্বের ৯টি পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশের কোনোটিই ছিল না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.