পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ১০৮ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

0

সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে গত জুন মাসে সংগঠিত হওয়া ভয়াবহ পাহাড় ধস ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ পৌর এলাকার ১০৮ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
রোববার(১৭ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে জেলা ত্রাণ অধিদপ্তরের সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।

জেলা ত্রাণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাঙামাটি পৌর এলাকার সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ ১০৮ পরিবারকে ২ বান ঢেউ টিন, নগত ৬ হাজার টাকা এবং ৩০ কেজি চাউল প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, ১৩ জুন রাঙামাটিতে সংগঠিত হওয়া ভয়াবহ পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে গত ৫ সেপ্টেম্বর থেকে পর্যাক্রমে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রোববার পৌর এলাকার ১০৮ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.