পিলখানা ট্র্যাজেডিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি বিএনপির

0
সিটিনিউজ ডেস্ক:: পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যাকাণ্ডের দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার বিএনপির পল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার যে নির্মম ও মর্মান্তিক ঘটনা ঘটেছে তা জাতির জন্য খুবই বেদনাদায়ক ও শোকাবহ। অভিযোগ করে তিনি বলেন, পূর্ব পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেকের সাজা হয়েছে, আবার অনেকেই অধরায় থেকে গেছেন।
তিনি বলেন, বর্তমানে গ্যাস কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলেও কেবল সীমাহীন লুটপাটের জন্যই এই মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। গ্যাসের মূল্য বৃদ্ধির খড়গ পড়বে সাধারণ মানুষের ঘাড়ে। তিনি বলেন, ‘আমি বিএনপির পক্ষ থেকে আবারো গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালি হলে কর্মসূচি দিচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, বিএনপি গণভিক্তিক দল। আমরা জনগণের জন্য প্রতিবাদ করছি। আর কর্মসূচি দেবো কি না সে ব্যাপারে দলের সিনিয়র নেতারা বসে সিদ্ধান্ত নেবেন।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.