পৌনে ১২’শ কোটি টাকার প্রকল্প হচ্ছে পার্বত্য পর্যটন খাতে

0
সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি::পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাত উন্নয়নের জন্য পনে বারোশ কোটি টাকার প্রকল্প পার্বত্য মন্ত্রাণালয়ে অনুমদন’র অপেক্ষায় রয়েছে বলে জানান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
‘টেকশই পর্যটন উন্নয়নের হাতিয়ার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্টি সাংষ্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাঙামাটি শহরের ফিসারি বাঁধে ঠেকসই প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, একটি মেগা প্রকল্পের আওতায় এ বাঁধ আরো সুন্ধর এবং পর্যটন স্থান করার লক্ষ্যে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে।
তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তায় পুলিশ ও টুরিস্ট পুলিশ সতর্ক ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের ভূমিকা প্রসংশনীয়।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,পর্যটন
কর্পোরেশনের মহাব্যবস্থাপক জালাল উদ্দিন মো. আকবর। এতে স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।
আলোচনা সভার আগে শহরের রিজার্ভ বাজার শহীদ মিনার এলাকা থেকে এক মোটর ‍শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ গোষ্টি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.