প্রধানমন্ত্রীর উদ্যোগে চট্টগ্রামের জলাবদ্ধতা সংকটের সমাধান হবে- ফরিদ মাহমুদ

0

সিটিনিউজ ডেস্ক :  চট্টগ্রাম নগরীর ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে জেলা তথ্য অফিস চট্টগ্রামের সহাযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের নানা উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিতকরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বন্দর নগরী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের উপর তুলে নিয়েছেন। সারা চট্টগ্রাম জুড়ে চলছে উন্নয়ন কমার্কান্ড।

পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত চট্টগ্রাম সিটি আউটার রিং রোড, মুরাদপুর হতে লালখান বাজার পর্যন্ত আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার, অন্যান্য আবাসিক প্রকল্প, ফৌজদারহাট হতে বায়েজিদ পর্যন্ত চট্টগ্রাম বাইপাস রোড, চাক্তাই খাল হতে কালুরঘাট ব্রিজ পর্যন্ত কর্ণফুলির তীরে রাস্তা নির্মাণ, চন্দনপুরা হতে শাহ্ আমানত ব্রিজ পর্যন্ত বাকলিয়া এক্সপ্রেস রোড, চট্টগ্রাম বিমান বন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ, মদুনাঘাট পানি শোধানাগার, ট্রান্সমিশন পাইপ লাইন, ওয়াটার ব্রিজ, পতেঙ্গা থেকে ফৌজদারহাট, মিরশ্বরাই পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক, কর্ণফুলি নদীর মোহনায় টানেল নির্মাণ, দোহাজারি হতে কক্সাবাজার পর্যন্ত রেলপথ সম্প্রসারণ প্রকল্পের মতো মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।

বর্ধিত চট্টগ্রাম নগরীর সাম্প্রতিক বছরগুলোতে যে জলাবদ্ধতা সমস্যা তা সমাধানের জন্য ছয় হাজার কোটি টাকার নিষ্কাশন মেগা প্রকল্পও প্রক্রিয়াধীন আছে। চট্টগ্রামবাসী তাই মাননীয় প্রধানমন্ত্রীর উপর দৃঢ় আস্থা রাখতে পারে। অক্সিজেন অনন্যা সড়কের একটি কমিউনিটি সেন্টারের মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে আয়োজনে এক সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা তথ্য অফিস সহকারী কর্মকর্তা মো: গোলাম ফারুক।

যুব নেতা মো: কোরবান আলীর পরিচালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো: জামাল হোসেন, জালালাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: এয়াকুব হোসেন, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, হাজী মো: ইব্রাহিম, হোসেন সরওয়ারদী।

আলোচনায় অংশ নেন মহানগর যুবলীগ নেতা মো: আশরাফুল গণি, অলিউর রহমান সোহেল, জহির উদ্দিন সুমন, হাজী মো: নাছির, আলহাজ্ব মো: সোলায়মান খান, মো: আক্কাস আলী, মো: কামাল, জাকির হোসেন, ইয়াছিন ভূঁইয়া, আবদুর রহিম।

এসময় প্রশ্নত্তোর পর্বে বক্তব্য রাখেন ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রনেতা সুলতান মাহমুদ ফয়সাল, মো: সালাউদ্দিন, যুবনেতা আজিম উদ্দিন তালুকদার, মো: রিজভী, মো: মাহফুজ হোসেন, মো: ইয়াছিন হোসেন মানিক, আরফাত আলম ফাহিম, মো: রাজীব, মো: কোরবান হোসেন, শেখ নিয়াজ উদ্দিন আহমেদ, তৌহিদুল ইসলাম সুমন, ইমাম হোসেন, ইসহাক আহমেদ মাসুম, মো: বেলাল, মো: আলী হাসান, মো: মাহিক হোসেন, মো: মাহিন, সৈয়দ মো: কায়সার, মো: মামুন আহমেদ, মিফতাউল ইমরান, খোরশেদ আলম, মো: মারুফ, মো: মোরশেদ, মো: সজল আহমদ, মো: মানিক, মো: ওয়াসিম, মো: রাসেল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিস চট্টগ্রামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগ একটি বাড়ি একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা প্রসঙ্গে উপস্থিত সকলকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

বক্তাগণ বলেন, সরকার গত দুই আমলে চট্টগ্রামে এম.এ. আজিজ স্টেডিয়াম, বহদ্দারহাট ও কদমতলি ফ্লাইওভার, ফিরিঙ্গিবাজার সদরঘাট, দেওয়ানহাট পাহাড়তলী, আন্দরকিল্লা সিরাজদৌল্লা সড়ক, চট্টগ্রাম কলেজ সড়ক, ষোলশহর-বায়েজিদ সড়ক, মুরাদপুর অক্সিজেন সড়ক, বিমানবন্দর পতেঙ্গা বাইপাস সড়ক, সম্প্রসারণ ও উন্নয়নের কাজ সমাপ্ত করেছে।

এছাড়া দারিদ্রতার হার কমিয়ে এনেছে দেশে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জেলেদের খাদ্য সহায়তা প্রদান, রপ্তানী আয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানুষের মাথাপিছু উপার্জন বৃদ্ধি হয়েছে। আলোচনা পর্ব শেষে তথ্য ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থিত দর্শকদের সরকারের সাফল্যের উপর চিত্রায়িত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.