বনায়নের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মামলা : আহত ৬

0

চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালীতে সামাাজিক বনায়নের জমি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের ৬জন আহত হয়েছে।

রবিবার (৪ জুন) আহত হামিদুল হক বাদী ৮জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় মামলায় দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে স্থানীয় ২৫জন ভূমিহীনকে দলিল সম্পাদনের মাধ্যমে ২৫ একর জমি সামাজিক বনায়নের জন্য জমি বরাদ্দ দেন। উপকারভোগীরা বরাদ্দকৃত জমিতে গাছের চারা রোপন করেছে। কিন্তুশনিবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় বাবুল শিকারীর পুত্র মোহাম্মদ ফরহাদ, কলিম উল্লাহর পুত্র গিয়াস উদ্দিনের নেতৃত্বে ১০-১২জন ভূমিদস্যু বনবিভাগের বরাদ্দকৃত জমি তাদের বলে দাবী করে কাজে বাধা দেন।

অতর্কিতভাবে ভূমিদস্যু ফরহাদ ও গিয়াস উদ্দিনের নেতৃত্বে দা, কিরিছ, লোহার রট নিয়ে হামলা চালালে মৃতু শের আলমের পুত্র হামিদুল হক (৪০), আমির হোসেনের পুত্র মকছুদ আহমদ (৩৬) মারাত্মকভাবে আহত হন। ভূমিদস্যুরা আরো বেশি বেপরোয়া হয়ে তিন রাউন্ড গুলিবর্ষণ করলে। আরো আহত হন জাফর আলমের পুত্র আলমগীর (৪০), নুরুল আলমের পুত্র এয়ার খান ভূট্টো (৩০) গুরুতর আহত হন।

উল্লেখ্য, শনিবার(৩ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলার ফাঁশিয়াখালী ৫নং ওয়ার্ড দক্ষিণ ঘুণিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.