বন্দর এলাকায় জাল সনদ তৈরিকালে আটক ১

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন (ইপিজেড)কলসীদিঘী রোড, ওমরশাহপাড়া ফাইভ স্টার স্টুডিও নামক দোকান থেকে ডিবি পুলিশের বিশেষ অভিযানে জাল সার্টিফিকেট, জন্ম সনদ, চারিত্রিক সনদ, স্ক্যানার মেশিনসহ একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

আটক মোঃ ইমরান হাওলাদার (২৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মামুন হাওলাদারের নতুন বাড়ি।

সিএমপির জনসংযোগ সূত্রে আরো জানা গেছে,গত ১২ আগস্ট বিকাল সাড়ে নগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে এসআই-মাকসুদ আহাম¥দ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ ইমরান হাওলাদার’কে গ্রেফতার করতঃ তাহাকে জিজ্ঞাসাবাদে এবং তাহার বাহির করিয়া দেওয়া মতে লিখিত ও অলিখিত জাল সার্টিফিকেট ৯টি, জাল চারিত্রিক সনদ ৬টি, একটি করে জাল পরিচয়পত্র, জাল প্রশংসাপত্র, জাতীয়তা সনদ, জাল জন্ম সনদ৫টি, একটি করে সিপিইউ, স্ক্যানার, কালার প্রিন্টার, এলইডি মনিটর ও কী-বোর্ড- উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত জালিয়াতির মাধ্যমে সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট প্রস্তুত মোটা অংকের টাকা দিয়ে গামের্ন্টস কর্মী /নারীশ্রমিক এবং বাইরের জেলা থেকে আগত লোকদের নিকট বিক্রির কথা স্বীকার করে।

তার বিরুদ্ধে বন্দ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.