বন্যা পরিস্থিতির অবনতিতে বিভিন্ন জেলায় চরম দুর্ভোগ

0
সিটিনিউজ ডেস্ক::উজানের ঢল ও ভারি বর্ষণের কারণে সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। অন্যদিকে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া ও জামালপুরের বিভিন্ন এলাকায় বন্যায় মানুষের চরম ভোগান্তি চলছে।
সরেজমিনে দেখা গেছে, এসব এলাকার কয়েক লাখ মানুষ এখন পানিবন্দি। অনেকের ঘর-বাড়ি পানির নিচে ডুবে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন এসব লোকজন। বিপর্যয় ঘটেছে জীবন -যাপনে।
উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। বর্তমানে নয়টি নদীর পানি ১৩টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে বইছে। যমুনাসহ নদ-নদীতে পানি বাড়ছে। উজানের পানির ঢল ও ভারি বর্ষণের কারণে প্লাবিত হয়েছে অনেক নিম্নাঞ্চল।
মঙ্গলবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ১৪৫ মিলিমিটার। বুধবার পর্যন্ত চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.