বাঁশখালীতে আবারও পাহাড়ী ঢল ও বন্যা

0

বাঁশখালী প্রতিনিধি :বিগত কয়দিনের প্রবল বর্ষনে ওপাহাড়ী ঢ়লে আবারও বন্যার সৃষ্ঠি হয়েছে বাশঁখালীতে।প্রবল বর্ষণে বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এখন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ সহ অধিকাংশ বাড়ি ঘরে রান্না বান্না করতে ও ব্যাপক কষ্ট হচ্ছে বলে জানান এলাকাবাসী।

বাশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানা যায়, রবিবারের টানা বর্ষণে বাঁশখালী উপজেলার পুইছুড়ি ইউনিয়নের পূর্ব পুইছুড়ি , নাপোড়া মীরাপাড়া,পশ্চিম পুইছুড়ি, দক্ষিণ পুইছুড়ি, ছনুয়া ইউনিয়নের মৌলভী পাড়া,শেখেরখীল চাম্বল ইউনিয়নের মুনসিখীল, নোয়াঘোনা,মওলার পাড়া,সিন্ধীপাড়া,বড়ঘোনা গন্ডামারা,শীলকূপ মাইজপাড়া,ডেপুটিঘোনা, জালিয়াখালী,হালাইস্যার দোকান,সরল ইউনিয়নের মিনজীর তলা,৬০ ঘর পাড়া,জালিয়াখালী,সরল নতুন বাজার,কাথরিয়া বাগমারা,ডিগ্রীপাড়া,মানিকপাটান,ইলশা,বাহারচড়া,কালীপুর, সাধনপুর, রায়ছড়া, প্রেমাশিয়া,খানখানাবাদ জেলে পাড়া,সহ পকুরিয়ার অধিকাংশ এলাকা জুড়ে প্রবল বর্ষণের ও জোয়ার বাটার পানি ওঠানামা করছে। এছাড়া; উপজেলার পুকুরিয়া চৌমুহনী, গুনাগরি,চেচুরিয়া হাবিবের দোকান,চাম্বল বাজার, শীলকূপ টাইমবাজার,বড়ঘোনা বেয়ান বাজার, পুইছুড়ি সরলিয়া বাজার, ছনুয়া মনুমিয়াজীর বাজার,কাথরিয়া বাজার, জলদী মিয়ার বাজার ও জলদী সদরের ৬ নং ওয়াডের হিন্দুপাড়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

অপর দিকে বড়ঘোনা, ছনুয়া, খানখানাবাদ ইউনিয়নের বিভিন্ন স্পটে সাগরের পানি বাঁধ টপকে প্রবেশ করছে।এদিকে, ছনুয়া,বড়ঘোনা-গন্ডামারা ,বাহারচড়া, খানখানাবাদ এলাকা পরিদর্শন কালে দেখা যায় বঙ্গোপসাগরের পানি বিভিন্ন স্পটে প্রবেশ করছে ব্যাপক হারে। গন্ডামারা বাজার, সকাল বাজার,ডোংরা বাজারে রাস্তার উপর হাটু সমান পানি দেখা গেছে। বাঁশখালী পৌরসভা এলাকার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা জানান , প্রতিবৎসরের মত প্রবল বর্ষণের পানিতে আমাদের ওয়ার্ডের সব গুলো বাড়ি ঘর পানি বন্দি।

একই সাথে বাঁশখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের মকবুলিয়া মসজিদ সংলগ্ন বাহার উল্লাহ পাড়ার স্হানীয়রা জানান অধিকাংশ ঘর বাড়ি এখন ও পানির নিচে।পৌর কতৃপক্ষ জলবদ্ধতা নিরসনে কোন ধরনের পদক্ষেপ গ্রহন না করায় আমরা খুবই কষ্টের মধ্যে দিয়ে জিবন যাপন করছি।শেখেরখীল ইউনিয়নের জানান,আমাদের গ্রামে অধিকাংশ বাড়ি ঘর এখন ও পানির নিচে, এবং আমাদের এলাকার অধিকাংশ মৎস ঘের পানিতে তলিয়ে গেছে।

গন্ডামারা এলাকার সব কটি মাছের ঘের পানিতে তলিয়ে গিয়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পুইছুড়ি ইউনিয়নের সরলিয়া বাজার এলাকার স্হায়ী বাসিন্দা জানান,আমাদের এলাকায় প্রবল বর্ষণে কারনে অতিরিক্ত পাহাড়ি ঢল নামায় পুরো পশ্চিম পুইছুড়ি জুড়ে পানিতে থৈ থৈ।এলাকার একমাত্র যোগাযোগ মাধ্যম সরলিয়া বাজার সড়ক টি ও ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে।অতিবৃষ্টির পানিতে সড়কের দুই পার্শ্বের মাটি সরে যাচ্ছে।রাস্তাটি দীর্ঘ দিন যাবৎ সংস্কার বিহীন হওয়ায় বড় গর্ত হয়ে চলাচল একেবারে অনুপযোগী হয়ে পড়ছে।সাথে সাথে বর্তমানে পানি রাস্তাটির উপরে অতিবাহিত হওয়ায় সাধারন জনগনের ব্যাপক দূরভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.