বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজে শেখ রাসেল ল্যাব উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক::বাশঁখালী আলাওল ডিগ্রী কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শেখ মরতুর্জ আলী চৌধুরী ছোট মিয়ার ২১ তম মৃত্যু বার্ষিকী অনুষ্টান গতকাল বুধবার বাশঁখালী আলাওল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস এর সভাপতিত্বে অনুষ্টিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিমুল হক চৌধুরী,মুক্তিযোদ্ধা ডা: আবু ইউছুপ চৌধুরী,শেখ মায়মুন আলী চৌধুরী, কলেজ প্রতিষ্ঠাতার ছেলে শেখ আলী মোহাম্মদ মোস্তাজিব চৌধুরী মিলু,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহেনা আক্তার কাজেমী অধ্যাপক শাহ আলম আজাদ প্রমুখ ।

বাশঁখালী আলাওল ডিগ্রী কলেজের অধ্যাপক নেওয়াজ মুহাম্মদ হিরুর পরিচালনায় এসময় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শাহাদত আলম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়াছিন, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, আওয়ামীলীগ নেতা জিল্লুর করিম শরীফি ,পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ ,মাওলানা আকতার হোসেন সহ কলেজের সকল অধ্যাপক বৃন্দ ।

অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তিবে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন আমার মনে প্রাণে শুধ বাঁশখালীর উন্নয়নের চিন্তাই ধারণ করি। যার ফলে বিগত ৩০ বছরে বাঁশখালীর যে উন্নয়ন হয়নি আমি বিগত সময় কালে তার চেয়ে অনেক বেশী উন্নয়ন কর্মকান্ড আমি করতে সক্ষম হয়েছি। অচিরেই বাঁশখালীর প্রধান সড়ক সম্প্রসারণ, উপকুলীয় বেড়িবাধঁ নির্মান সহ সামগ্রিক বাশঁখালীর যে উন্নয়ন কর্মকান্ড তাতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শুরুর আগে বাশঁখালী আলাওল ডিগ্রী কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন পরে তিনি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শেখ মরতুর্জ আলী চৌধুরী ছোট মিয়ার ২১ তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন ।
ছবি সংযুক্ত ঃ- অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.