বাজারে অপোর সেলফি এক্সপার্ট মোবাইল

0

তথ্য ও প্রযুক্তি : দেশের বাজারে উন্মুক্ত হলো অপোর নতুন ডুয়াল সেলফি ক্যামেরা ফোন সেলফি এক্সপার্ট এফ৩ প্লাস।

রাজধানীর একটি হোটেলে স্মার্টফোনটি উদ্বোধন করেন অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নেভি ঈ ও ব্র্যান্ড ম্যানেজার ব্রুস লি। নতুন এই সেলফি ফোনটি অপোর সর্ব প্রথম ১২০ ওয়াইড অ্যাঙ্গেলের ডুয়াল সেলফি ক্যামেরা।

সেটটির সামনের ক্যামেরা ১৬ মেগা পিক্সেলের ও ব্যাক ক্যামেরা দেয়া হয়েছে সনির কাস্টমাইজ করা আইএমএক্স৩৯৮ সেন্সরের ক্যামেরা।
অপোর এফ৩ প্লাস স্মার্টফোনে দ্রুতগতির একটি অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেটটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি রোম এবং ব্যাটারি ৪০০০ এমএএইচ, যা ২৮৪ ঘণ্টার বেশি সময় স্ট্যান্ডবাই ব্যবহার করা যাবে। মেমরি কার্ড ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

উল্লেখ্য, দেশের বাজারে এটি বিক্রি শুরু হবে ১ এপ্রিল থেকে। তবে ৩১ মার্চ পর্যন্ত হ্যান্ডসেটটির আগাম বুকিং নিচ্ছে প্রতিষ্ঠানটি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.