বার আউলিয়া হাইওয়ে থানার উদ্যোগে সচেতনতামুলক সভা 

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: বার আউলিয়া হাইওয়ে থানার উদ্যেগে যৌতুক, বাল্য বিয়ে, এবং ফুটওভার ব্রীজ দিয়ে রাস্তা পারাপারের বিষয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক আঃরহমানের সংঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দিন। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে সচেতনতামুলক বক্তব্য রাখেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্যেশে বলেন, সরকার তোমাদের নিরাপদে রাস্তা রাস্তা পারের জন্য ফুটওভার ব্রীজ নির্মাণ করেছে, তোমরা সবাই সঠিকভাবে ব্রীজ ব্যবহার করবে, এতে সড়ক দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে। বাল্য বিয়ে সম্পর্কে তোমাদের সচেতন থাকতে হবে, পরিবার থেকে বিয়ের আয়োজন করলে তা প্রসাশনকে জানাবে। এছাড়া যৌতুকের বিরুদ্ধে তোমাদেরকেও ভূমিকা রাখতে হবে।
ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্য বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, পড়ালেখার পাশাপাশি তোমরা সামাজিক দায়িত্বও পালন করবে, মাদক,বাল্য বিয়ে ও যৌতুকসহ সমাজ বিরোধী সকল কর্মকান্ডের বিষয়ে সজাগ থাকতে হবে। এছাড়া মহাসড়কে নিম্মিত ফুটওভার ব্রীজ দিয়ে সবাই রাস্তা পারাপার করবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইউচুপ, বিশিষ্ট কলামিষ্ট ও মুক্তিযুদ্ধা বিষয়ক গবেষক জামশেদ উদ্দিন, স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইউচুপ ফারুখী, সাংবাদিক মামুনুর রশিদ,সাংবাদিক সাইদুল হক, সিপ্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, ইউপি সদস্য কামাল উদ্দিন, সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর মুন্সী প্রমূখ।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.