বিএনপি-জামাত বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাই

0

নিজস্ব প্রতিবেদক::সারাদেশে জঙ্গি আস্ফালন ও বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১২ টার সময় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। তারই ধারাবাহিকতায় ১৯৭৫ সালে ৩রা নভেম্বর জাতীয় চারনেতাকে হত্যা করে, এরই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার অপচেষ্টা করেছিল।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার যখন জনগণের আস্থা নিয়ে তার উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেল রাষ্ট্র, উচ্চ মধ্যম আয়ের রাষ্ট্র হিসেবে পরিচিত। ঠিক তখনই বিএনপি-জামাত-মুসাদ মিলে বাংলাদেশকে আফগানিস্তানের মত অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে জঙ্গি হামলা পরিচালনা করে যাচ্ছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেটসহ সারাদেশে জঙ্গি আস্ফালন, ছাত্রলীগের দুই নেতা, সারাদেশে বোমা হামলা ও হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, নাঈম রনি, ওমর ফারুক, শাহীন মোল্লা, যুগ্ম সম্পাদক সুজন বর্মন, গোলাম সামদানি জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য মিয়া মো: জুলফিকার, ওয়াহিদুর রহমান কিরণ, শাহরিয়ার হাসান, উপ-সম্পাদক মন্ডলীর সদস্য মো: বিন ফয়সাল, আবু হানিফ রিয়াদ, মিজানুর রহমান মিজান, সহ-সম্পাদক শেখর দাশ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.