বিটকয়েনের মূল্য ৫ হাজার ডলার ছাড়িয়েছে

0

তথ্য ও প্রযুক্তি,সিটিনিউজ :: জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের বিনিময় মূল্য আবারও ৫ হাজার ডলার ছাড়িয়ে গেছে। গতকাল এর দাম সর্বোচ্চ ৫,৩৩০ ডলার পর্যন্ত হয়েছিল।

সম্প্রতি চীনে ক্রিপ্টোকারেন্সি বিনিময়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, এমন খবরেই মূলত বিটকয়েনের দাম বাড়তে থাকে।

এছাড়া গোল্ডম্যান স্যাকস বিটকয়েন লেনদেনের পরিকল্পনা করছে, এই খবরটিও বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শুধুমাত্র চলতি বছরেই বিটকয়েনের মূল্য বেড়েছে ৪৫৬ শতাংশ। এ কারণে অনেকেই বিটকয়েনে বিনিয়োগ করতে শুরু করেছেন। তবে বিটকয়েনে বিনিয়োগ নিয়ে ওয়াল স্ট্রিটে অনেক বিভেদও রয়েছে।

এর আগে ১ সেপ্টেম্বর প্রথমবারের মতো ৫ হাজার ডলারের বিনিময় মূল্য অতিক্রম করে বিটকয়েন।

তবে একই মাসে চীনে ক্রিপ্টোকারেন্সির লেনদেন নিষিদ্ধ করা হলে বিটকয়েনের দাম ৩ হাজার ডলারে নেমে আসে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.