বিদেশিনীর বিয়েতে বাংলাদেশি যৌতুক: এবারের ইত্যাদি

0

বিনোদন : বরাবরের মতো এবারও ইত্যাদিতে বিভিন্ন দেশের নাগরিকরা অংশ নিয়েছেন। এর মধ্যে ব্রিটেন, আমেরিকা ও নেদাল্যান্ডের নাগরিকও আছেন। এবার অংশ নেয়া ৬০ বিদেশীর মধ্যে নৃত্যে ২৫ এবং বাকিরা অভিনয়ে অংশ নিয়েছেন।

যৌতুক বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এবারের পর্বটি নির্মাণ করা হয়েছে। যার স্লোগান হচ্ছে- যৌতুক নেয়া মহাপাপ-যৌতুক সমাজের অভিশাপ।

‘ইত্যাদি’ নির্মাতা হানিফ সংকেত বলেন, এরা অপেশাদার। তবে অনেক পেশাদার শিল্পীরও এদের কাছ থেকে শেখার আছে। তাদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। আশা করি প্রতিবারের মতো এবারও এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।

‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেড।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.