বিশুদ্ধ পানি নিশ্চিতে সকলকে এগিয়ে আসতে হবে

0

নিজস্ব প্রতিবেদক::নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিটি পরিবারে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করার দাবিতে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে নগরীর হালিশহর হাউজিং স্ট্যাড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত উক্ত কর্মসূচীতে বিশুদ্ধ খাবার পানির প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে আলোকপাত করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাইমুন্নেছা, সহকারী প্রধান শিক্ষিকা তনিমা আক্তার, সহকারী শিক্ষক মাহবুবুল হক, আইনুন্নাহার, খালেদা আক্তার, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ শামীম।

এসময় বক্তারা বলেন, বিশুদ্ধ পানি সংকট বন্দর নগরী চট্টগ্রামের একটি অন্যতম প্রধান সমস্যা। এ সমস্যা সমাধানে আমাদের সকলকে সচেতনতার সহিত এগিয়ে আসতে হবে। এসময় তারা কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি আমাদের শরীর ও মন সুস্থ রাখা প্রয়োজন। আমাদের সুস্থ থাকতে হলে নিয়মিত প্রচুর পরিমাণ বিশুদ্ধ খাবার পানি পান করতে হবে। এতে গড়ে উঠবে আমাদের সুস্থ দেহ ও সুস্থ মন। এসময় তারা কোমলমতি শিক্ষার্থীদের এ লক্ষ্যে পারিবারিক সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। পাশাপাশি নগরীতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিতে চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল করিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সঞ্চালনায় উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন সদস্য আকলিমা আক্তার, তারেক হোসেন, ইউসুফ কবির, মাহিউদ্দিন, কমর উদ্দিন, কামরুল হাসান মাসুম, সোহেল রানা, অনিক সোহেল, ইকবাল কায়সার, খাদেমুল ইসলাম দুর্জয়, বিশ্বজিৎ শর্মা, আমিনুর রহমান রিফাত, সোহেল রানা জয়, খন্দকার নাঈমুল আজম, নাঈম উদ্দিন, জামাল উদ্দিন, আবদুল হালিম, আমিরুল করিম, সাফায়েত হোসেন, আবদুল্লাহ আল সাইমুন, আরিফুল ইসলাম, সাজিদুল ইসলাম, নুর উদ্দিন শহীদ, ওয়াহিদুর রহমান সুজন, সাইফুল ইসলাম, রাকিব উদ্দিন, সুলতান নাফিস, আসাদ মো: শহীদ, জামসেদুল করিম, নন্দিতা বড়–য়া, রুকসী খানম, বৃষ্টি বড়–য়া প্রমুখ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.