বীরকণ্যা প্রীতিলতার ৮৫ তম আত্মাহুতি দিবস পালিত

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি:: চট্টগ্রামের পটিয়া ধলঘাঠ অগ্নিকণ্যা ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকণ্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৫ তম আত্মাহুতি দিবস গতকাল রবিবার ২৪ সেপ্টেম্বর বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।

সকালে পটিয়া উপজেলা প্রীতিলতা ট্রাস্টসংলগ্ন প্রীতিলতার জন্মভূমি ধলঘাঠে বীরকণ্যা প্রীতিলতার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত। তার আবক্ষ মুক্তিতে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় বিভিন্ন সংগঠন পুস্পমাল্য অর্পণ করে । সংগটন গুলোর মধ্যে রয়েছে বীরকণ্যা প্রীতিলতা ট্রাস্ট, পৌরসভা, পটিয়া প্রেসক্লাব , সাংবাদিক সমিতি, পটিয়া গৌরব সংসদ, ছাত্রলীগ, যুবলীগ , ধলঘাঠ প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয়,প্রীতিলতা কিশোর-কিশোরী ক্লাব, শিশু কল্যাণ, কিন্ডার গার্ডেন।

পরে আবক্ষ মুক্তি সংলগ্ন প্রাঙ্গনে আয়োজিত সম্মিলিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী এতে বক্তব্য রাখেন পটিয় প্রেসক্লাব সভাপতি এস কে এম জাহাঙ্গীর, সম্পাদক আব্দুল হাকিম রানা, সাংবাদিক সুজিত দত্ত, পটিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ঋৃষি বিশ্বাষ।

সম্পাদক সুমন চক্রবর্তী , পৌরসভা সভাপতি বিশ্বজিৎ দাশ, সম্পাদক প্রনব দাশ,পুলক চৌধুরী, বিকাশ দাশ (বিশু), শ্যামল দাশ, এড:বাপ্পা ঘোষ, কমল সরকার, সুধীর আচার্য্য, অমি দাশ, নয়ন শর্মা,প্রীতিলতা ট্রাস্টের সম্পাদক অরুন বিকাশ চৌধুরী,

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.