বোয়ালখালীতে ছাত্রলীগের দু’গ্রুপে মারামারি, আহত ৪

0

বোয়ালখালী প্রতিনিধি::কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজ ছাত্রলীগের একাংশের সভাপতি সঞ্জয় ভঞ্জ জিতুসহ চারজন মারামারিতে আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার (২৮ মার্চ)  রাত ৮টার দিকে পোপাদিয়া বিদগ্রাম এলাকায় স্থানীয় মাটি ব্যবসায়ী খোকন-মানিক গ্রুপের সাথে সঞ্জয় ভঞ্জ জিতু গ্রুপের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে জানিয়ে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

আহতরা হলেন-পোপাদিয়ার এলাকায় সঞ্জয় ভঞ্জ জিতু(৪০), সারোয়াতলীর ছনদন্ডী গ্রামের বশিউল আমিন বাড়ীরমো. শরিফের ছেলে জিয়াউল হক (২৬), পূর্ব গোমদন্ডী হরি সাধন বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (৪৮), মাটি কাটার শ্রমিক এরশাদ।

রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন।

সারোয়াতলী এলাকার কঞ্জুরী গ্রামের মাটি ব্যবসায়ী মানিক জানান, এলাকায় মাটি কাটার সময় সঞ্জয় ভঞ্জের নেতৃত্বে একটি দল তিন-চার দিন আগে চাঁদাদাবি করেছিল। চাঁদা না দিলে মাটি কাটার স্কেভেটর তুলে নেয়ার হুমকি দেয়। মঙ্গলবার সন্ধ্যায় সঞ্জয় জোর করে আমাকে অপহরণের চেষ্ঠা চালায়। এসময় আত্মীয় স্বজন ও এলাকাবাসী আমাকে উদ্ধারে এগিয়ে আসলে সংঘর্ষে ঘটনা ঘটে বলে জানান তিনি।
সঞ্জয় ভজ্ঞ জিতু জানায়, খোকন ও কালামানিকের নেতৃত্বে সারোয়াতলীর কানুর দিঘিরপাড় এলাকায় ৩০জনের সশস্ত্র সন্ত্রাসীদল অর্তকিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। তারা নগদ টাকাসহ তিনটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায় ও সন্ত্রাসীদল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম জসিম ঢাকায় রয়েছেন জানিয়ে বলেন, ঘটনাটি শুনেছি। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দীন চৌধুরী বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.