বোয়ালখালীর জগদীশ্বরীতে ‘উমা’ নামে কুমারী পূজা অনুষ্ঠিত

0

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী জগদীশ্বরী কালী বাড়ীতে অষ্টমী পূজা ও কুমারী পূজা গত বছরের ন্যায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ পূজা নানা ধর্মীয় আচারে অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। এবার ‘উমা’ নামে কুমারী পূজায় পৌরহিত্য করেন সবজু চক্রবর্তী হিরণ ও তন্ত্রধারী করেন ফনী ভূষণ। এতে উপস্থিত ছিলেন গোমদন্ডী যোগাশ্রমের অধ্যক্ষ ছত্রেশ্বরানন্দ মহারাজ। পূজা শেষে শত শত ভক্ত পুষ্পাঞ্জলী প্রদান করেন।

সবজু চক্রবর্তী হিরণ জানান, ১৬ উপাচারে মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। সব নারী ভগবতীর একেকটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর প্রকাশ। শাস্ত্রানুসারে সাধারণত ১-১৬ বছরের সুলক্ষণা কুমারীকে পূজা করা হয়। কুমারী পূজার মধ্য দিয়ে প্রত্যেকে শ্রদ্ধাশীল হবে নারীর প্রতি এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জগদীশ্বরী কালী বাড়ি দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে ও শ্রী গুরু গীতা সংঘ গোমদন্ডী যোগাশ্রম শাখার তত্ত্বাবধানে এ দুর্গোৎসব পালিত হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.