‘ব্লু হোয়েল’ গেম বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

0

সিটিনিউজ ডেস্ক :: আত্মহত্যায় প্ররোচনাকারী ‘ব্লু হোয়েল’ গেমসহ এ জাতীয় সব ধরনের অনলাইন গেম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী এই রিট করেছেন।

রিটের বিষয়ে জানিয়েছেন রিট আবেদনের পক্ষের আইনজীবী হুমায়ন কবির পল্লব।

একইসঙ্গে এই আবেদনে মোবাইল ফোন অপারেটরদের রাতে বিশেষ ইন্টারনেট অফার বন্ধেও নির্দেশনা চাওয়া হয়েছে।

২০১৩ সালে রাশিয়ায় শুরু হয় ওই মরণ খেলা। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে দু’বছর পরে। বিশ্বজুড়ে এ পর্যন্ত মোট দেড়শ জনের মৃত্যু ঘটেছে।

প্রচলিত ধারণা অনুযায়ী, নীল তিমিরা মারা যাওয়ার আগে জল ছেড়ে ডাঙায় উঠে। যেন আত্মহত্যার জন্যই। সেই থেকেই এই গেমের নাম হয়েছে ‘ব্লু হোয়েল’ বা নীল তিমি।

সম্প্রতি ভারত-পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত এ গেমটি সম্প্রতি আলোচনায় এসেছে বাংলাদেশে। গেলো সপ্তাহে রাজধানীর এক স্কুলছাত্রীর বাবা তার মেয়ের আত্মহত্যার জন্য এ গেমকে দায়ী করেছেন এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ হয়।

পরে এ গেমের কারণে দেশে কারো আত্মহত্যার কারণ হয়েছে কি না, তার তদন্ত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশও দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.