ভেজিটেবল ফ্রাইড রাইস – সুস্বাদু ও স্বাস্থ্যকর

0

রান্নাঘর :: ‘ভেজিটেবল ফ্রাইড রাইস’ যেমন সুস্বাদু তেমন এর পুষ্টিগুণও তুলনামূলক বেশি। বিভিন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় এটি স্বাস্থ্য সচেতন মানুষদের খাবার তালিকার শীর্ষে দেখা যায়।

ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি:

উপকরণ –

♦ পোলাওয়ের চাল ৫০০ গ্রাম

♦ মটরশুঁটি ১ কাপ

♦ গাজর ছোট করে কাটা দেড় কাপ

♦ চিনি ১ টেবিল চামচ

♦ ফুলকপি ছোট করে কাটা ১ কাপ

♦ ডিম ২ টি

♦ মাশরুম ছোট করে কাটা ১/২ কাপ

♦ উস্টার সস ১ টেবিল চামচ

♦ স্প্রিং অনিয়ন কুচি ১ কাপ

♦ সয়াসস ১ টেবিল চামচ

♦ বরবটি কুচি ১ কাপ

♦ রসুন বাটা ১ চা চামচ

♦ কাঁচা মরিচ টুকরা করা ৭-৮ টি

♦ আদা বাটা ১ চা চামচ

♦ লবণ পরিমাণমতো

♦ সাদা গোলমরিচ গুঁড়া ২ চা চামচ

♦ টেস্টি লবণ দেড় চা চামচ

♦ সয়াবিন তেল ৩/৪ কাপ

 

প্রস্তুত প্রণালী –

চাল ধুয়ে পানি ঝরিয়ে ফুটন্ত পানিতে চাল ও লবণ দিয়ে নিন ।

চাল আধাসিদ্ধ হলে মাড় ঝরিয়ে নিন ।

সমস্ত সবজি আধাসিদ্ধ করে নিন ।

তেল গরম করে আদা-রসুন বাটা সামান্য ভেজে পেঁয়াজ ভাজতে হবে।

তারপর পেঁয়াজ নরম হয়ে আসলে সমস্ত সবজি সামান্য ভেজে লবণ, টেস্টি লবণ, চিনি, কাঁচা মরিচ, সাদা গোলমরিচ গুঁড়া ভাত দিয়ে ভেজে নিন ।

সয়াসস, উস্টার সস দিয়ে দমে দিন ।

ডিম ফেটিয়ে ওমলেট করে ছুরি দিয়ে কেটে রাইসের ওপর দিয়ে দিন ।

এবার সার্ভিং ডিশে রাইস ঢেলে পছন্দমতো সিদ্ধ সবজি ডিশের সাইডে এবং রাইসের উপর দিয়ে পরিবেশন করতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.