মিয়ানমারের সেনাদের প্রশিক্ষণ স্থগিত করেছে ব্রিটেন

0

আন্তর্জাতিক ডেস্ক:: চলমান রোহিঙ্গা মুসলমান নিধনের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের সেনাদের প্রশিক্ষণ স্থগিত করেছে ব্রিটেন। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে এ ঘোষণা দেন। তিনি বলেন, চলমান সহিংসতার সন্তোষজনক সমাধান না হওয়া পর্যন্ত বার্মিজ (মিয়ানমারের আরেক নাম) সেনাদের প্রশিক্ষণ দেবে না তার দেশ। নিউইর্য়কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মে বলেন, রাখাইন রাজ্যে সেনা অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিত করতে যাচ্ছে তার দেশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘বার্মার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যা হচ্ছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। তাদের (রোহিঙ্গা) বিরুদ্ধে সেনা অভিযান অবশ্যই বন্ধ করতে হবে। আমরা দেখেছি, অসংখ্য ঝুঁকিপূর্ণ মানুষ তাদের জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে। অং সান সু চি ও বার্মিজ সরকারের এটা স্পষ্ট করা প্রয়োজন যে, সেখানে সেনা অভিযান বন্ধ করা উচিত।’

তিনি বলেন, ‘ব্রিটিশ সরকার আজ ঘোষণা করছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্মিজ সেনাদের প্রশিক্ষণসহ যে সম্পর্ক বজায় রাখছে, চলমান ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত তা স্থগিত করতে যাচ্ছে।’

আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে পরামর্শ করে এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন কিনা এমন প্রশ্বের জবাবে মে বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যা ঘটছে সে ব্যাপারে বিশ্ব উদ্বেগ বেশ স্পষ্ট। আমি গতকালই বিষয়টি নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলেছি। ব্রিটিশ সরকার মনে করে, এ ব্যাপারে অবশ্যই আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে এবং সে কারণেই ইস্যুটির সন্তোষজনক সমাধান না হওয়া পর্যন্ত উল্লিখিত পদক্ষেপ নিতে যাচ্ছে।’

প্রসঙ্গত, ব্রিটিশ সরকার মিয়ানমারের সেনাবাহিনীকে যুদ্ধবিদ্যার প্রশিক্ষণ দিচ্ছে না, তবে দেশটির সেনা সদস্যদের গণতন্ত্র, নেতৃত্ব ও ইংরেজি প্রশিক্ষণ দিচ্ছে। আর এর জন্য গত বছর ব্রিটিশ সরকারের খরচ হয়েছে সাড়ে তিন লাখ পাউন্ড।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.